New Zealand vs Bangladesh: সাফল্যের স্বর্গ থেকে রুক্ষ বাস্তবে পড়ে ৫২১-র জবাবে বাংলাদেশ অল আউট ১২৬-এ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের সাফল্যের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে একেবারে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল বাংলাদেশ।

Bangladesh. (Photo Credits: Twitter)

ক্রাইস্টচার্চ, ১০ জানুয়ারি: নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের সাফল্যের পর ক্রাইস্টচার্চে (Christchurch) দ্বিতীয় টেস্টে একেবারে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শেষেই পরিষ্কার ঐতিহাসিক জয়ের পর এবার মহালজ্জার হারের মুখে পড়তে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংস নিউ জিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রানে ডিক্লেয়ার করার পর বাংলাদেশ মাত্র ১২৬ রানে অল আউট হয়ে গেল। নিউ জিল্যান্ডের থেকে ৩৯৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এবার দেখার নিউ জিল্যান্ড আগামিকাল বাংলাদেশকে ফলো অন করায় নাকি ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

ট্রেন্ট বোল্টের আগুনে পেসে ঝলসে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ৪১.২ ওভারে। মাত্র ২৭ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলি-নুরুল হাসন প্রতিরোধ গড়ে যোগ করেন ৬০ রান। নুরুল হাসান (৪১)-এর আউটের পর ফের বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরে। আরও পড়ুন: কেপটাউনে খেলার আশা জাগিয়ে নেটে ফিরলেন বিরাট কোহলি

দেখুন টুইট

ইয়াসির আলি ৫৫ রানে আউট হন। এই দুজনে ছাড়া বাংলাদেশের বাকি ৯জনের ব্যাটসম্যানরা কেউ দু অঙ্কের রান করতে পারেননি। ট্রেন্ট বোল্ট ৪৩ রানে ৫ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটশিকারীর ক্লাবের সদস্য হন। রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদির পর নিউ জিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট নিলেন বোল্ট।

এর আগে নিউ জিল্যান্ডের অধিনায়ক টম লাথাম ২৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে (১০৯)। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সবেতেই পরাস্ত হয় বাংলাদেশ।