Tottenham Hotspur vs Manchester United, Premier League 2021-22 Free Live Streaming Online: আজ প্রিমিয়ার লিগে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, কীভাবে কখন দেখবেন রোনাল্ডোদের টটেনহ্যাম ম্যাচ

গত সপ্তাহে প্রিমিয়র লিগে ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিরুদ্ধে ০-৫ গোলে হারের বড় ধাক্কা কাটিয়ে উঠতে আজ, শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেকর্ড অর্থ ক্লাবে এনেও ৯ ম্যাচে ১৪ পয়েন্টে সংগ্রহ কর প্রিমিয়র লিগে এখন সাত নম্বরে ম্যান ইউ।

Cristiano Ronaldo (Photo Credits: Getty Images)

গত সপ্তাহে প্রিমিয়র লিগে (Premier League) ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের (Liverpool) বিরুদ্ধে ০-৫ গোলে হারের বড় ধাক্কা কাটিয়ে উঠতে আজ, শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (

Cristiano Ronaldo)-কে রেকর্ড অর্থ ক্লাবে এনেও ৯ ম্যাচে ১৪ পয়েন্টে সংগ্রহ কর প্রিমিয়র লিগে এখন সাত নম্বরে ম্যান ইউ। আজ জিততে না পারলে চাকরি বাঁচানো অসম্ভব হয়ে পড়বে ম্যান ইউ কোচ ওলে গানারের। এই ম্যাচে রোমাল্ডো জ্বলে উঠবেন বলে আশা করছেন গানার।

এদিকে, ৯ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে টটেনহ্যাম এখন ছ নম্বরে। ঘরের মাঠে ম্যান ইউকে হারাতে মরিয়া টটেনহ্যাম। ম্যান ইউয়ের পাঁচ গোলে হারের ক্ষতয় নুনের ছিঁটে দিতে মরিয়া টটেনহ্যাম। আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত কোকের বোতল সরিয়ে খবরে ডেভিড ওয়ার্নার

কবে, কোথায় আয়োজিত হবে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম ম্যাচ?

৩০ অক্টোবর, শনিবার নর্থ লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।

কখন থেকে শুরু হবে এই ম্যাচ?

ভারতীয় সময় রাত দশটা থেকে শুরু হবে এই ম্যাচ।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। স্টার স্পোর্টস সিলেক্ট এসডি/এইচডি এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি চ্যানেলে রাত দশটা থেকে সরাসরি দেখানো হবে এই ম্যাচ।

কীভাবে অনলাইনে সরাসরি দেখা যাবে এই খেলা

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে এই খেলা।



@endif