Indore Pitch: আইসিসি ইন্দোরের পিচকে পুওর রেটিংয়ের বিরুদ্ধে আবেদন জানাচ্ছে বিসিসিআই
বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ইন্দোরে মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১১০ রানেই গুঁটিয়ে গিয়েছিল। ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া
বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ইন্দোরে তৃতীয় দিনে লাঞ্চের আগেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১১০ রানেই গুঁটিয়ে গিয়েছিল। ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ইন্দোরের হোলকারের এই পিচকে 'পুওর' রেটিং দিয়েছিল আইসিসি। যার বিরুদ্ধে সরকারীভাবে আবেদন জানাতে চলেছে বিসিসিআই। হোলকারের পিচের প্রথম দিনের প্রথম ওভারেই থেকে অসমান বাউন্স, ও অস্বাভাবিক টার্ন দেখা গিয়েছিল।
ইন্দোরের পিচকে মোটেও পুওর বলা যায় না বলে বোর্ড দাবি জানাতে চলেছে। রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতেই হোলকারের পিচকে 'জঘন্য বা পুওর' অ্য়াখা দিয়েছিল আইসিসি। আরও পড়ুন- হকিতে ফের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারাল ভারত
দেখুন টুইট