Team India: রোহিত, হার্দিকরা নেই, টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক ইনি, ব্রাত্য কেকেআর নেতা শ্রেয়স
টি টোয়েন্টি বিশ্বকাপ মিটলেই জিম্বাবোয়েতে টি টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। আর জিম্বাবোয়ে সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা সহ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হল।
India's Squad for Zimbabwe T20Is Announcement: টি টোয়েন্টি বিশ্বকাপ মিটলেই জিম্বাবোয়েতে টি টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। আর জিম্বাবোয়ে সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা সহ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হল। শুবমন গিলের নেতৃত্বে আগামী ৬ জুলাই থেকে জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যে গিল এবার টি-২০ বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাননি।
টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধুমাত্র উইকেটকিপার সঞ্জু স্যামসন এবং ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়ালকে জিম্বাবোয়ে সফরে রাখা হয়েছে। অবাক করা বিষয় হল কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পরেও জিম্বাবোয়ের সফরে জাতীয় দলে জায়গা হল না শ্রেয়স আইয়ারের। অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি-দের মত আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করা ক্রিকেটারদের প্রথমবার জাতীয় দলে সুযোগ দেওয়া হল। প্রথমবার দেশের টি-২০ দলে জায়গা পেলেন রাজস্থান রয়্যালস তথা অসমের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ, টেস্টেরউইকেটকিপার ধ্রুব জুরেল। রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়েড়, মুকেশ কুমার, তুষার দাশপাণ্ডেদেরও স্কোয়াডে রাখা হয়েছে। আরও পড়ুন- India Vs Australia Match Weather Report: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগে সেন্ট লুসিয়ায় প্রবল বৃষ্টি, ভেস্তে যেতে পারে ম্যাচ ( দেখুন ভিডিও)
দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন ওয়াশিংটন সুন্দর, রবি বৈষ্ণই-কে। রাখা হয়নি যুজবেন্দ্র চাহাল-কে। চার পেসার হিসেবে দলে আছেন- খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে। স্কোয়াডে তিলক ভর্মা। তাঁর বদলে সুযোগ দেওয়া হয়েছে সান রাইজার্সের জার্সিতে এবারের আইপিএলে দারুণ ব্যাটিং করা অন্ধ্রপ্রদেশের নীতীশ রেড্ডি-কে। সঞ্জুর সঙ্গে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেল-কে। প্রসঙ্গত, এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দেশ অংশ নিলেও তাতে খেলার যোগ্যতা পায়নি জিম্বাবোয়ে। সেই জিম্বাবোয়ের বিরুদ্ধে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে দেখে নেওয়ার মঞ্চ পেলেন নির্বাচকরা। এ কথা সবার জানা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া কাপ জিততে না পারলে ভারতীয় ক্রিকেটে তারণ্যের ঝড় বইবে।
জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড-
শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়েড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার) ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণু, খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।
Gill (Captain), Jaiswal, Ruturaj, Abhishek Sharma, Rinku, Sanju (WK), Jurel (WK), Nitish Reddy, Riyan Parag, Sundar, Bishnoi, Avesh, Khaleel, Mukesh Kumar, Tushar Deshpande.
জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি-
প্রথম ম্যাচ- ৬ জুলাই ( হারারে)
দ্বিতীয় ম্যাচ- ৭ জুলাই ( হারারে)
তৃতীয় ম্যাচ- ১০ জুলাই ( হারারে)
চতুর্থ ম্যাচ- ১৩ জুলাই ( হারারে)
পঞ্চম ম্যাচ- ১৪ জুলাই ( হারারে)
(সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সব কটি ম্যাচ ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু)
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)