Boxing day Test Centurion, SA vs IND: কাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু বক্সিংডে টেস্ট, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ

খুব সম্ভবত টেস্টে অভিষেক হতে চলেছে বাংলার পেসার মুকেশ কুমারের।

Rohit Sharma (Photo: Twitter)

আগামীকাল মঙ্গলবার থেকে সেঞ্চুরিয়ানের শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। দক্ষিণ আফ্রিকায় এর আগে কখনো টেস্ট সিরিজ যে তিনি ভারত। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে টেস্ট-৩০ জয়ের পর টিম ইন্ডিয়া এবার নেলসন ম্যান্ডেলার দেশে ইতিহাস গড়তে মরিয়া। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আর আগের ঐতিহ্য নেই। কমাস আগে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও টেস্টে হ্যান্সি ক্রোনিয়ে, জাক কালিসদের আমলের মত প্রোটিয়ারা তেমন শক্তিশালী দল নয়। এবার তাই বিশ্বকাপ জিততে না পারার খেদটা মেটাতে চান রোহিত শর্মারা। দু ম্যাচের এই টেস্ট সিরিজ মূলত ভারতীয় বেটারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেসার দের হতে চলেছে। রোহিতদের বিপদে ফেলতে সেঞ্চুরিয়ানের তৈরি করা হয়েছে সবুজ বাউনসি পিচ। এমন পিচ পেশারদের স্বর্গরাজ্য হতে পারে। কিন্ত এতে প্রোটিয়াদের হিতে বিপরীত হতে পারে। কারণ সাম্প্রতিককালে বিদেশের মাটিতে সবুজ পিচ পেলে তাতে ফুল ফোটান বুমরা, সিরাজরা। সেঞ্চুরিয়ানে শারদুলকে রেখে চার পেসারে ঝাঁপাতে চান রোহিত শর্মা।

৫০০ টেস্ট উইকেটের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রবিচন্দ্রন অশ্মিনকে বসিয়ে রবীন্দ্র জাদিজাকে খেলাচ্ছে ভারত। ওয়ান ডে-র মতো টেস্টেও লোকেশ রাহুলকে স্পেশালিস্ট উইকেটকিপার কিপার হিসেবে খেলতে দেখা যাবে। কে এল রাহুলের কিপিংয়ে বেজায় খুশি কোচ দ্রাবিড়।

তাই রাহুলকে স্পেশালিস্ট উইকেটকিপার রেখে এক অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর সুবিধাটা নিচ্ছে ভারত। ব্যাটিংয়ে বিরাট কোহলির দিকেই তাকিয়ে দল। তবে যশস্বি জয়সওয়ালের উপর আলাদা নজর থাকছে। ওয়ানডেতে অবিশ্বাস্য ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার পাঁচদিনের ক্রিকেটে কেমন করেন সেদিকেও সবার নজর। খুব সম্ভবত সেঞ্চুরিয়ান এ বাংলার পেসার মুকেশ কুমারের টেস্টে অভিষেক হতে চলেছে। লম্বা স্পেলে বল করতে পারা মুকেশের ধারাবাহিকতার কথা মাথায় রেখে প্রসিদ কৃষ্ণার জায়গায় তাকেই হয়তো সুযোগ দেওয়া হচ্ছে। শার্দুল ঠাকুরকে ব্যাটসম্যান অলরাউন্ডার হিসেবে ভাবার পরিকল্পনা রয়েছে।

তাহলে বিষয়ে দাঁড়াল সেঞ্চুরিয়ানে ভারত উইকেটকিপার সহ ৬ জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, এক পেসার অলরাউন্ডার ও স্পিনার এবং ৩ স্পেশালিস্ট পেসারে নামতে চলেছে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বি জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়‌র, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরা ( সহ অধিনায়ক ), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ/মুকেশ কুমার।