Team India Adidas Jersey: টিম ইন্ডিয়ার অ্যাডিডাসের জার্সি কত দামে কীভাবে কিনতে পারবেন, জানুন বিস্তারিত

টিম ইন্ডিয়ার নতুন জার্সির উন্মোচন করল অ্যাডিডাস। এবার থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা অ্যাডিডাসের জার্সি পরে দেশের হয়ে খেলবেন।

Team India Adidas Jersey. (Photo Credits: Twitter)

টিম ইন্ডিয়ার নতুন জার্সির উন্মোচন করল অ্যাডিডাস। এবার থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা অ্যাডিডাসের জার্সি পরে দেশের হয়ে খেলবেন। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা আলাদা জার্সি করেছে বিশ্বখ্যাত জার্মান পোশাক-প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। অ্যাডিডাসের জার্সি পরেই গত বছর কাতারে বিশ্বকাপ জেতেন লিওনেল মেসিরা।

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন কবে থেকে, কত টাকায় মিলবে টিম ইন্ডিয়ার জার্সি। উত্তর হল, আগমিকাল রবিবার থেকে অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মিলবে জার্সি। দাম করা হয়েছে ৪ হাজার ৯৯৯ টাকা।

দেখুন টিম ইন্ডিয়ার নতুন জার্সি

দেখুন অ্যাডিডাসের টিম ইন্ডিয়ার নয়া জার্সি

সাধারণ মানুষের কেনার জন্য  কোন জার্সির কত দাম-

টেস্ট জার্সি: ৪ হাজার ৯৯৯ টাকা

ওয়ানডে জার্সি: ৪ হাজার ৯৯৯ টাকা

টি-২০ জার্সি: ৪৯৯৯ টাকা

ওয়ানডে রিপ্লেকা জার্সি: ২ হাজার ৯৯৯ টাকা



@endif