Yash Dhull: এশিয়া কাপে ভারতীয় এ দলে নেই বাংলার কেউ, নেতৃত্বে যশ ধুল
আগামী ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়ান এমার্জিং এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় এ দলের ঘোষণা করা হল। ভারতীয় এ দলে নেই বাংলার কোনও ক্রিকেটার
আগামী ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়ান এমার্জিং এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় এ দলের ঘোষণা করা হল। ভারতীয় এ দলে নেই বাংলার কোনও ক্রিকেটার। পুরুষদের এমার্জিং এশিয়া কাপে ভারতীয় এ দলের নেতৃত্বে যশ ধুল। অথচ ক দিন আগে দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলে দলে জায়গা পাননি দিল্লির অধিনায়ক যশ ধুল। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে অভিষেকে দুই ইনিংসে সেঞ্চুরি করার নজির আছে যশ ধুলের। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন যশ।
যশের দলে সুযোগ পেলেন অসমের প্রতিশ্রুতিমান তারকা রিয়াগ পরাগ। আইপিএলে খারাপ খেললে রঞ্জি ট্রফিতে ভাল খেলার পুরস্কার পেলেন পরাগ। পাশাপাশি এই দলে আছেন ধ্রুব জোয়েল, সাই সুদর্শনের মত প্রুতিশ্রুতিবান ক্রিকেটাররা।
দেখুন টুইট
৮টি দেশকে নিয়ে হবে এবারের এমার্জিং এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান তাদের এ দল খেলাবে। টেস্ট স্ট্য়াটাস না থাকা নেপাল, ইউএই, ওমান তাদের প্রধান দলকে নিয়ে খেলবে। ভারতীয় এ দলের গ্রুপে আছে পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ ও নেপাল।