Tamim Iqbal: হাসিনা আদরের ধমক দিতেই অবসরের সিদ্ধান্ত থেকে সরলেন তামিম ইকবাল, খেলবেন এশিয়া কাপেও
বিশ্বকাপের মাত্র তিনমাস আগে অভিমানে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের তারকা ব্য়াটার তামিম ইকবাল।
ঢাকা, ৭ জুলাই: বিশ্বকাপের মাত্র তিনমাস আগে অভিমানে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের তারকা ব্য়াটার তামিম ইকবাল (Tamim Iqbal)। ৩৪ বছরের তামিমের অবসরের সিদ্ধান্তে হতবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। কারণ তাঁর মধ্যে আরও যে ক্রিকেট বাকি আছে তা সবার জানা। তামিমের অবসরের সিদ্ধান্তে যে অভিমান ছিল তা পরিষ্কার ধরা পড়ছিল। শেষ অবধি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনের হস্তক্ষেপে তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন।
শেখ হাসিনা এদিন তাঁর বাসভবনে তামিমকে ডেকে পাঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তামিমের অভিমানের মেঘ কাটে। তামিম জানান, " মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরবেলায় অনেক কথা বললাম। উনি আমায় নির্দেশ দিয়েছেন, খেলা চালিয়ে যাওয়ার, আমি সেটাই করছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু শেখ হাসিনার কোনও কথা পেলতে পারব না। তাই আমি ঘোষণা করছি আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। প্রধানমন্ত্রী আমায় দেড় মাসের ছুটিও দিয়েছেন। যাতে আমি মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে ফিরতে পারি।" তামিমকে একেবারে খেলতে দেখা যাবে এশিয়া কাপে। শেখ হাসিনার সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে যাওয়ার সময় তামিমের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাফা। তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও।"আরও পড়ুন- এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমোদন দিল বিসিসিআই
২০০৭ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেকের মধ্য দিয়ে কিশোর বয়সে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন তামিম এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের আইকনিক জয়ে ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরি করেন। তিনি তার দেশের হয়ে সর্বাধিক ওডিআই রান (৮৩১৩) এবং সেঞ্চুরি (১৪) নিয়ে শেষ করেছেন। এছাড়া বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরে বর্তমান ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। টেস্ট ব্যাটসম্যান হিসেবে তামিম ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন, যার মধ্যে ৭০ ম্যাচে ১০টি সেঞ্চুরিও রয়েছে।
ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত মাশরাফি বিন মর্তুজার চেয়ে তামিমের জয়ের হার সামান্য বেশি। তামিম অধিনায়ক হিসেবে ৩৭টি ওয়ানডের মধ্যে ২১টিতে জয় লাভ করেছেন এবং তিনি বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে নিয়ে গেছেন, যা এই অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য তাদের সরাসরি যোগ্যতা নিশ্চিত করেছে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করেন তিনি।