ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের নক আউটে রিজার্ভ ডে থাকছে, ঘোষণা আইসিসি-র

আগামী ২ জুন থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। মোট ২০টি দেশকে নিয়ে ৫৫টি ম্যাচের টি-২০ বিশ্বকাপের আয়োজন হচ্ছে এবারের সংস্করণে।

ICC T20 World Cup Trophy (Photo Credit: IANS Hindi/ X)

আগামী ২ জুন থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। মোট ২০টি দেশকে নিয়ে ৫৫টি ম্যাচের টি-২০ বিশ্বকাপের আয়োজন হচ্ছে এবারের সংস্করণে। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সেমিফাইনাল ও ফাইনাল যদি বৃষ্টির কারণে না হয়, তাহলে তারপর দিন রিজার্ভ ডে-তে খেলা হবে। এর ফলে বিশ্বকাপ জয়ের পিছনে ইন্দ্রদেবের ভূমিকা কমে গেল। জুনের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টির সম্ভাবনা থাকে।

গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচে কোনও রিজার্ভ ডে থাকছে না। তার মানে বৃষ্টিতে খেলা সম্ভব না হলে দুটি দল পয়েন্ট ভাগাভাগি করে নেবে। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে।

দেখুন খবরটি

টুর্নামেন্টের শুরুতে চারটি গ্রুপে পাঁচটি করে দলকে রাখা হয়েছে। ভারত আছে গ্রুপ এ-তে। টিম ইন্ডিয়ার গ্রুপে আছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচ ৯ জুন। গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে উঠবে। সুপার এইট পর্বে দুটি গ্রুপ থাকবে। সুপার এইটে চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

সুপার এইট পর্বের খেলা শুরু ২০ জুন থেকে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ২৬ ও ২৭ জুন। ফাইনাল ২৯ জুন।