T20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে কাল বিরাট কোহলিদের কিউই চ্যালেঞ্জ, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

মরণবাঁচন ম্যাচে আগামিকাল, রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর গ্রুপ লিগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিরাট কোহলিদের সামনে কিউই চ্যালেঞ্জ।

Team India (Photo Credits: Twitter)

দুবাই, ৩০ অক্টোবর: মরণবাঁচন ম্যাচে আগামিকাল, রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) সুপার ১২-এর গ্রুপ লিগের ম্যাচে নিউ জিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া (Team India)। পাকিস্তানের (Pakistan) কাছে ১০ উইকেটে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে কিউই চ্যালেঞ্জ। যে নিউ জিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বছর দুয়েক আগে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের। ভারতের মত নিউ জিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে হারে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে রবিবার যারাই হারুক, তাদের বিদায়ের পথ প্রশস্ত হবে। এমন একটা মরণবাঁচন ম্যাচে নামার আগে দুই দলই তাদের সেরা একাদশ বা টিম কম্বিনেশন ঠিক করতে হিমশিম খাচ্ছে।

বিরাট কোহলির কাছে সবচেয়ে বড় সমস্যা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। বল না করলে হার্দিকের প্রথম একাদশে জায়গা হওয়ার কথাই নয়। কারণ তিনি অলরাউন্ডার হিসেবেই খেলেন। তবু বিরাট তাঁকে রেখেছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। হার্দিক প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। আবার দুবাইয়ের পিচে তিন স্পিনার খেলালে সুবিধা পাওয়া যাবে এটাও মাথায় থাকছে কোহলির। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা- বরুণ চক্রবর্তীর সঙ্গে অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিনকেও খেলানোর কথা ভাবা যেতে পারে। আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত কোকের বোতল সরিয়ে খবরে ডেভিড ওয়ার্নার

পিচ, পরিস্থিতির বিচারে ভারত এই ম্যাচে এগিয়ে থেকেই নামছে। কিন্তু সমস্যা হল টি টোয়েন্টিতে এক, দু ওভারের অসাধারণ ব্যাটিং বা বোলিং ম্যাচ পুরো ঘুরিয়ে দেয়। তাই বিরাট কোহলিরা সতর্ক। কিউই ম্যাচে হার মানেই একেবারে খাদের কিনারায়। ৬ দলের গ্রুপে প্রথম দুটো ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠা খুব কঠিন। কোহলিরা এসব ভাবছেন না। টিম ইন্ডিয়ার লক্ষ্য জয়ের বউনি করা। ব্যস, তারপর ছন্দ মিলে যাবে।