Sunil Chhetri: মাঠের মধ্যেই অভিনব সেলিব্রেশন, দেশের হয়ে ৮৬ তম গোল দিয়ে সুখবর দিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠে সাংবাদিক বৈঠকে আসতেই সুনীলের উদ্দেশে ভেসে এল প্রশ্ন। আপনার সেলিব্রেশন দেখে মনে হল যেন গোল ছাড়া আরও কিছু সুখবর রয়েছে? সুনীল বললেন, 'খুবই স্পষ্ট। আমি ও আমার স্ত্রী, দুজনই সন্তানসম্ভবা।'
সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023)সেমি ফাইনাল। ৮০ মিনিট অবধি একাধিক সুযোগ পেয়েও খাতা খুলতে পারেনি দুটো দলই। এরপরেই ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে দেশের হয়ে ৮৬ তম গোল দিয়ে ফেললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তবে জার্সির নিচে পেটের ভেতর বল ঢুকিয়ে সেলিব্রেশনেই সুনীল বুঝিয়ে দিয়েছিলেন যে নতুন কোন খবর আছে। কারণ সেই সময় তাঁর স্ত্রীকেও ক্যামেরার ফ্রেমে দেখা গেছিল। অনুগামীদের অপেক্ষায় না রেখে মৌখিক ঘোষণাও করে দিলেন ম্যাচের পর। তবে অভিনবভাবে।
সাংবাদিক বৈঠকে আসতেই সুনীলের উদ্দেশে ভেসে এল প্রশ্ন। আপনার সেলিব্রেশন দেখে মনে হল যেন গোল ছাড়া আরও কিছু সুখবর রয়েছে? সুনীল বললেন, 'খুবই স্পষ্ট। আমি ও আমার স্ত্রী, দুজনই সন্তানসম্ভবা।'
দেখুন সেই গোলের মুহুর্ত-