Kushal Mendis: মেন্ডিস ম্যাডনেসে হায়দরাবাদে কুশলে নেই পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার পর এবার পাকিস্তান। বিশ্বকাপে ফের ঝলসে উঠল শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিসের ব্যাট।

Kushal Mendis

দক্ষিণ আফ্রিকার পর এবার পাকিস্তান। বিশ্বকাপে ফের ঝলসে উঠল শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিসের (Kushal Mendis) ব্যাট। মঙ্গলবার হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নামা শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস দুরন্ত সেঞ্চুরি করলেন। শাহিন আফ্রিদিদের বোলিংকে নিয়ে ছেলেখেলা করলেন কুশল মেন্ডিস।

পাক পেসার হাসান আলির বলে শুরুতেই আউট হয়ে যান লঙ্কান ওপেনার কুশল পেরার (০)। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ৭৭ বলে ১২২ রানের দুরন্ত ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপে দুটো ম্যাচে মোট ১৯৮ রান করে ফেললেন মেন্ডিস (স্ট্রাইক রেট ১৬৬.৩৪)। আফ্রিদি, নওয়াজদের বলকে কার্যত পিটিয়ে ছাতু করে ১৪টা বাউন্ডারি ও ৬টা বাউন্ডারি হাঁকান মেন্ডিস।

দেখুন ছবিতে

কুশলকে যোগ্য সঙ্গত দেন ওরেনার পাথুম নিশাঙ্কা (৫১)। হাসান আলির বলে কুশল মেন্ডিস আউট হওয়ার সাদিরা সনরবিক্রমা দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। চারমিনারের শহরে পাকিস্তানের বিরুদ্ধে সাড়ে ৩০০ রান করার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার। ২৭.৪ ওভারেই ২০০ রান পূর্ণ করে ফেলেছিল শ্রীলঙ্কা।



@endif