Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি

গত শনিবার লর্ডসে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট জেতে প্রথমবার খেতাব জেতে দক্ষিণ আফ্রিকা। এবার পালা চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের।

Sri Lanka vs Bangladesh Test Series staring from Tuesday. (Photo Credits: X)

Sri Lanka vs Bangladesh Test Series 2025: আগামিকাল, মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার গলে শুরু হচ্ছে চতুর্থ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship 2025-27)। শ্রীলঙ্কা ও বাংলাদেশের টেস্ট দিয়ে শুরু হচ্ছে ICC WTC 2025-27। গত শনিবার লর্ডসে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট জেতে প্রথমবার খেতাব জেতে দক্ষিণ আফ্রিকা। এবার পালা চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। ২০২৭ সালের জুনে লর্ডসে হবে চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। সেই ফাইনালে খেলার লড়াই শুরু হচ্ছে গলে মঙ্গলবার। ৯টি দেশ ৭১টি ম্যাচ খেলার পর টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে তা ঠিক হবে। মঙ্গলবার থেকে গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দু'ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ৬ নম্বরে ও বাংলাদেশ সাতে শেষ করে। WTC 2023-25-S শ্রীলঙ্কা ১৩টি টেস্ট খেলে জেতে ৫টি-তে, ৮টি-তে হারে। অন্যদিকে, বাংলাদেশ ১২টি টেস্ট খেলে জিতেছিল, ৪টি-তে হারে ৮টি ম্য়াচে।

শ্রীলঙ্কায় ৬ নতুন মুখ, বাংলাদেশের জয়ের জেদ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে আধ ডজন মুখ। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটাররা হচ্ছেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্নানায়েকে ও ঈশিতা ভিজেসুন্দরা। বাংলাদেশ সিরিজেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। গলে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে নেবেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। অন্যদিকে, নাজমনুল হাসান শান্তো-র দল ৮ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জিততে মরিয়া।

সিরিজে দুই দলের স্কোয়াড

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

আনামুল হক, মমিনুলহক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তো (অধিনায়ক), সাদমান ইসলাম, মেহদি হাসান মিরাজ, জাকের আলি (উইকেটকিপার), লিটন দাস (উইকেটকিপার), মহিদুল ইসলাম আনকোন (উইকেটকিপার), ইবাদত হোসেন, হাসান মেহমুদ, হাসান মুরাদ, খালিদ আহমেদ, নাহিদ রানা, নঈম হাসান, তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, মিলন রত্নায়েকে, প্রভাত জয়সুরিয়া, আসিতা ফার্নান্ডো ও কাসুন রাজিতা।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ 2025 সিরিজের ক্রীড়াসূচি

টেস্ট সিরিজ-

প্রথম টেস্ট, ১৭ জুন থেকে শুরু, গলে

দ্বিতীয় টেস্ট, ২৫ জুন থেকে শুরু, কলম্বো।

ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ: ২ জুলাই, কলম্বো

দ্বিতীয় ম্যাচ: ৫ জুলাই, কলম্বো

তৃীতয় ম্যাচ: ৮ জুলাই, ক্যান্ডি

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে টেস্ট পরিসংখ্যান-

মোট টেস্ট: ২৬

শ্রীলঙ্কা জয়ী: ২০

বাংলাদেশ জয়ী: ১

ড্র/ফলাফলহীন: ৫

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র টেস্ট জয় ২০১৭ সালের ১৮ মার্চ, কলম্বোয়, ৪ উইকেটে।

সর্বোচ্চ রান (দলগত)-

শ্রীলঙ্কা- ৭১৩/৯ (ডিক্লেয়ার), ২০১৮ সালে, চট্টগ্রাম।

বাংলাদেশ: ৬৩৮(২০১২-১৩ সালে)।

সর্বনিম্ন রান (দলগত)

বাংলাদেশ: ৬২ রানে অল আউট (কলম্বো, ২০০৭ সাল)

দুই দলের অধিনায়ক- শ্রীলঙ্কা: ধনঞ্জয়া ডি সিলভা, বাংলাদেশ-নাজমুল হোসেন শান্তো।

সিরিজের টিভি ও ইন্টারনেট সম্প্রচার

ভারতে টিভিতে কোথায় দেখতে পাবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ সিরিজটি?

সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ২, এবং সোনি স্পোর্টস টেন ৫ চ্যানেলে সরাসরি দেখা যাবে।

অনলাইনে কীভাবে কোথায় সরাসরি দেখতে পাবেন?

সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সিরিজের সব ম্য়াচ দেখা যাবে।

কবে, কখন থেকে শুরু হবে খেলাটি?

১৭ জুন, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা থেকে গল স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্য়াচ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement