Asian Games 2023: এশিয়ান গেমসে এ দল পাঠাল শ্রীলঙ্কা, নেতৃত্বে সাহান আরাচাচিগে
বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে সিনিয়র দল। আর তাই ভারত, পাকিস্তানের মত চিনের হাংঝাউ এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠাল শ্রীলঙ্কা।
কলম্বো, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে সিনিয়র দল। আর তাই ভারত, পাকিস্তানের মত চিনের হাংঝু এশিয়ান গেমসে ( দ্বিতীয় সারির দল পাঠাল শ্রীলঙ্কা। ভারত যেমন এশিয়াডে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে নামছে, তেমনই শ্রীলঙ্কা খেলবে সাহান আরাচাচিগের (Sahan Arachchige) অধিনায়কত্বে। চলতি বছর জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে দেশের হয়ে অভিষেক হয়েছিল ২৭ বছরের ব্যাটার সাহান আরাচাচিগের। তবে দুটি ম্যাচ খেলা সাহানকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। এশিয়াডে শ্রীলঙ্কার স্কোয়াডে বেশীরভাগই অচেনা মুখ। অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেলনি।
বেশীরভাগই লঙ্কান প্রিমিয়র লিগে ভাল খেলে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার এই এ দলে নজরে রাখার মত নামগুলি হল লাসিথ ক্রসপুল্লে, আশেন বান্দারা, লাহিরু উদারা, নাউউইন্দু ফার্নান্দো। আরও পড়ুন-এশিয়ান গেমসের জন্য আজ থেকে হাংঝুতে বিশেষ বিলাসবহুল বুলেট ট্রেন উদ্বোধন চিনের
দেখুন টুইট
৪ অক্টোবর এশিয়ান গেমসে অভিযান শুরু করছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে শ্রীলঙ্কা এ দল। এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। আর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে পারে পাকিস্তান-শ্রীলঙ্কা। সেমিফাইনালের দুটি খেলাই ৬ অক্টোবর। ফাইনাল ৭ অক্টোবর। ২০১৪ ইঞ্চিয়ন এশিয়াডে পুরুষদের ক্রিকেটে সোনা জিতেছিল শ্রীলঙ্কা।