Anurag Thakur On Wrestlers Protest: কুস্তিগীরদের প্রতিবাদের ফল, ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের থেকে জবাব তলব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের

অবশেষে বিচার পেতে চলেছেন প্রতিবাদী ভারতীয় কুস্তিগীররা। বৃহস্পতিবার দুপুরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিবাদী কুস্তিগীরদের প্রতিনিধিরা। তারপর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়নি বলে মন্তব্য করা হয়ে প্রতিবাদীদের তরফে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Photo Credits: ANI)

চণ্ডীগড়: অবশেষে বিচার পেতে চলেছেন প্রতিবাদী ভারতীয় কুস্তিগীররা (Indian Wrestlers)। বৃহস্পতিবার দুপুরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের (Union Sports Ministry) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিবাদী কুস্তিগীরদের প্রতিনিধিরা। তারপর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়নি বলে মন্তব্য করা হয়ে প্রতিবাদীদের তরফে। তড়িঘড়ি এরপরই এই বিষয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে নোটিস (notice) পাঠানো হল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে।

এপ্রসঙ্গে চণ্ডীগড়ে (Chandigarh) থাকা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Sports Minister Anurag Thakur) সাংবাদিকদের বলেন, "কুস্তিগীররা যে অভিযোগ এনেছেন তা খুবই গুরুতর (serious)। এই বিষয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কুস্তি ফেডারেশনকে (WFI) নোটিস পাঠিয়েছে। তাতে এই বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে তাদের জবাব চাওয়া হয়েছে। শুরু হতে চলা ক্যাম্পগুলিও এখনই স্থগিত (postponed) করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি দিল্লি (Delhi) গিয়েই কুস্তিগীরদের সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে বসে এই বিষয় নিয়ে আলোচনা করব।"