South Asian Games 2019: ম্যাচের তৃতীয় দিনের শিডিউল থেকে সময়, জেনে নিন এক ক্লিকে
চলছে সাউথ এশিয়ান গেমস ২০১৯ (South Asian Games 2019)। রবিবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ম্যাচ। আজ মঙ্গলবার ফুটবল এবং ভলিবল খেলবে ভারত (India)। সোমবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। এই দিন ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলটি দুর্দান্ত খেলেছে। এই দলের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে পাকিস্তান (Pakistan) এবং শ্রীলঙ্কা (Sri lanka)। ছিনিয়ে নিয়েছে স্বর্ণপদক (Gold Medal)। এদিকে মহিলা দলও পাকিস্তানকে সেমিফাইনালে পরাজিত করেছিল। তারপর সোনার পদক ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কার থেকে। তাছাড়া নেপাল-বাংলাদেশের বিপক্ষে টানা জয় ভারতীয় পুরুষদের খো-খোর ফাইনালে জায়গা করে দেয়। এ বছর ১৩ তম বর্ষে পা দিল এশিয়ান গেমস।
চলছে সাউথ এশিয়ান গেমস ২০১৯ (South Asian Games 2019)। রবিবার অর্থাৎ ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ম্যাচ। আজ মঙ্গলবার ফুটবল এবং ভলিবল খেলবে ভারত (India)। সোমবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। এই দিন ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলটি দুর্দান্ত খেলেছে। এই দলের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে পাকিস্তান (Pakistan) এবং শ্রীলঙ্কা (Sri lanka)। ছিনিয়ে নিয়েছে স্বর্ণপদক (Gold Medal)। এদিকে মহিলা দলও পাকিস্তানকে সেমিফাইনালে পরাজিত করেছিল। তারপর সোনার পদক ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কার থেকে। তাছাড়া নেপাল-বাংলাদেশের বিপক্ষে টানা জয় ভারতীয় পুরুষদের খো-খোর ফাইনালে জায়গা করে দেয়। এ বছর ১৩ তম বর্ষে পা দিল এশিয়ান গেমস।South Asian Games 2019 Medal Tally: Full Medal Table
১৯৮৪ ও ১৯৯৯ সালের পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশীয় অলিম্পিক গেমসের আয়োজন করল নেপাল (Nepal)। তবে এবারের আয়োজনে আগের দুই আসরকেও ছাপিয়ে যাওয়ার মত আয়োজন করেছে কাঠমান্ডু (Kathmandu)। তাই বদলেছে তিনবার সময়। কিন্তু এতেও বাধা পড়েনি রঙিন উদ্বোধনে। সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহনে মার্চপাস্ট পর্যবেক্ষণ করেন নেপালের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী। ২৬টি ডিসিপ্লিনে ১১৩৫টি পদকের জন্য লড়বেন সাত দেশের দশ হাজারের বেশি ক্রীড়াবিদ। যার মধ্যে ২৫টি ডিসিপ্লিনে বাংলাদেশের (Bangladesh) হয়ে খেলছেন ৪৬২ জন ক্রীড়াবিদ। গেমসে স্বর্ণপদকের সংখ্যা ছিল ৩২৪টি। তবে প্যারাগ্লাইডিং বাদ পড়ায় এখন দাঁড়িয়েছে ৩১৯টিতে। অংশগ্রহনকারী দল না পাওয়ায় গেমস থেকে বাদ দেয়া হয়েছে প্যারাগ্লাইডিং। প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রথম অংশ নিয়ে টানা দু'বারের হারে বিদায় নিয়েছে বাংলাদেশের মহিলা ভলিবল দল। এদিকে ১১টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না ভারত। South Asian Games 2019 Live Streaming & Schedule in IST আরও পড়ুন: Ballon d’Or 2019 Awards: অমূল্য জয়, বর্ষসেরা ফুটবলার হয়ে ষষ্ঠবার ব্যালন ডি’ওর জয়ী লিওনেল মেসি
আজকের খেলার সময়
ভলিবল:
ইন্ডিয়া'স ওমেন বনাম নেপাল ওমেনের খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ
ইন্ডিয়া'স মেন বনাম পাকিস্তান মেনের খেলা হবে দুপুর ৩ টে ৪৫ মিনিট নাগাদ
ফুটবল:
ইন্ডিয়া'স ওমেন বনাম মালদিভ'স ওমেনের খেলা শুরু হবে বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)