Sourav Ghosal: টানা পাঁচটা এশিয়াডে স্কোয়াশের সিঙ্গলসে পদক জিতে নজির কলকাতার সৌরভ ঘোষালের
বাংলাকে বিশ্ব মঞ্চে আরও একবার গর্বিত করলেন সৌরভ। সৌরভ গাঙ্গুলির মতই সৌরভ ঘোষালও বাংলাকে গর্বিত করলেন।
বাংলাকে বিশ্ব মঞ্চে আরও একবার গর্বিত করলেন সৌরভ। সৌরভ গাঙ্গুলির মতই সৌরভ ঘোষালও বাংলাকে গর্বিত করলেন। টানা পাঁচটা এশিয়ান গেমসে পদক জেতার নজির গড়লেন বাংলার তারকা স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। মঙ্গলবার পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের সুকে রাইউনোসুকে-কে ৩-০ হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন কলকাতার ৩৭ বছরের তারকা সৌরভ।
স্কোয়াশের সিঙ্গলসের ইভেন্টে ২০০৬ দোহা, ২০১০ গোয়াংঝো এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এরপর ২০১৪ ইঞ্চিয়ন গেমসে জেতেন রুপো। গতবার, ২০১৮ জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এবার দেখা যাক পদক নিশ্চিতের পর সৌরভ এশিয়াডে সিঙ্গলসে তাঁর অধরা সোনার পদটা জিততে পারেনি কি না। তবে এর আগে দলগত স্কোয়াশে এশিয়াডে দুটি সোনা, দুটি ব্রোঞ্জ জেতার রেকর্ড আছে সৌরভের। এদিকে, হাংঝৌতে স্কোয়াশের মিক্সড ডবলসে পদক নিশ্চিত করলেন ভারতীয় জুটি দীপিকা পালিকাল-হরবিন্দির পাল সিং জুটি।
স্কোয়াশের মিক্সড ডবলসে ভারতের অপর জুটি আনহাট-অভয়ও সেমিতে উঠে পদক নিশ্চিত করছেন। সব মিলিয়ে স্কোয়াশের মিক্সড ডবলসে সোনা জেতার সম্ভাবনা বাড়ছে ভারতের। এবারই প্রথম এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডবলসের বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসে ভারতের বাজি শেষ হয়ে গিয়েছে।