Atanu Das: অলিম্পিকে এবারও তিরন্দাজিতে খালি হাত, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অতনু দাস

এবারও খালি হাতেই অলিম্পিক থেকে ফিরছেন বাংলার তিরন্দাজ অতনু দাস। মিক্সড ডবলস ইভেন্টে হারের পর পুরুষদের ব্যক্তিগত বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের ফুরুকাওয়ার বিরুদ্ধে ৪-৬ টানটান ম্যাচে হারের পর অতনুর অলিম্পিক পদক জয়ের স্বপ্ন এবারের মত শেষ হয়েছে।

অতনু দাস

টোকিও, ৩১ জুলাই: এবারও খালি হাতেই অলিম্পিক থেকে ফিরছেন বাংলার তিরন্দাজ অতনু দাস (Atanu Das)। মিক্সড ডবলস ইভেন্টে হারের পর পুরুষদের ব্যক্তিগত বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের ফুরুকাওয়ার বিরুদ্ধে ৪-৬ টানটান ম্যাচে হারের পর অতনুর অলিম্পিক পদক জয়ের স্বপ্ন এবারের মত শেষ হয়েছে। তিরন্দাজির পাঁচটা বিভাগেই ভারত পদক জয়ের কাছাকাছি যেতে পারেনি। টোকিও অলিম্পিকে তিরন্দাজির খেলা শেষ হওয়ার পর অতনু দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন।

এবারের টোকিও অলিম্পিকে তিরন্দাজিতে পাঁচটির সোনার চারটি জেতে দক্ষিণ কোরিয়া, পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন তুর্কির মেতে গাজোজ। বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী থেকে তরুণদীপ রাই, অতনু দাস, প্রবীন যাদব- দু একটি ম্যাচ ছাড়া সামগ্রিকভাবে ব্যর্থ হন।

আরও একবার দেশের তিরন্দাজরা অলিম্পিকে হতাশ করলেন। আন্তর্জাতিক স্তরে তিরন্দাজিতে সারা বছর সাফল্য এলেও অলিম্পিকে এবারও পদকহীন থাকল ভারত।