Sikandar Raza: জিম্বাবোয়ের ক্রিকেটকে ইতিহাসে তুলে অগাস্টের সেরা ক্রিকেটার সিকান্দার রাজা

জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা-র কীর্তি। এই প্রথম জিম্বাবোয়ের কোনও ক্রিকেটার হিসেবে আইসিসি-র বিচারে মাসের সেরা খেলোয়াড় হলেন রাজা।

Sikandar Raza . (Photo Credits: Twitter)

দুবাই, ১২ সেপ্টেম্বর: জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা-র কীর্তি। এই প্রথম জিম্বাবোয়ের কোনও ক্রিকেটার হিসেবে আইসিসি-র বিচারে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রাজা। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস, কিউই স্পিনার মিচেল স্ট্যান্টনার-দের ছাপিয়ে আইসিসি-র বিচারে অগাস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা।

গত মাসে হারারেতে প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুটি অপরাজিত অনবদ্য সেঞ্চুরি করে দেশকে সিরিজ জেতান রাজা। তারপর ভারতের বিরুদ্ধেও ভাল খেলেন রাজা। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও চমকে দেন রাজা। ক দিন আগে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবোয়ে। এর পর মাসের খেলোয়াড় হওয়ার স্বীকৃতি পেলেন এক জিম্বাবোয়েন ক্রিকেটার। আফ্রিকার গরীব দেশের বাইশ গজের সময়টা দারুণ যাচ্ছে। আরও পড়ুন-আজ রাতে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা, থাকতে পারেন সামি-সঞ্জু

দেখুন টুইট

মহিলাদের ক্রিকেটে অগাস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রা।  কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সোনা জয়ের পিছনে ম্যাকগ্রা-র বড় ভূমিকা ছিল।