Sikandar Raza: ৫৪ বলে সেঞ্চুরি করে জিম্বাবোয়েকে সুপার সিক্সে তুললেন রাজা
একেবারে রাজার মত খেললেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার। মঙ্গলবার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের তারকা ব্যাটার সিকান্দার রাজা মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন।
একেবারে রাজার মত খেললেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার। মঙ্গলবার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের তারকা ব্যাটার সিকান্দার রাজা মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন। রাজার দাপটে মাত্র ৪১ তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ৩১১ রান তাড়া করে ৬ উইকেটে জিতল জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন রাজা। এটা তাঁর ওয়ানডে কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি।
হারারাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ডাচরা করেছিল ৬ উইকেটে ৩১১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল জিম্বাবোয়ে। সেখান থেকে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজা ৫৪ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আইপিএলের ইতিহাসে জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতা রাজা এদিন আটটি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি মারেন। আরও পড়ুন-টেস্টের পাঁচ দিনই ব্য়াট করার নজির উসমান খোয়াজার
রাজার পাশাপাশি এদিন ৫৮ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন সেন উইলিয়ামস। নেপালের পর ডাচ- টানা দুটি ম্য়াচে জয়ের সুবাদে সুপার সিক্সে উঠল জিম্বাবোয়ে। সুপার সিক্স রাউন্ড থেকে ৪টি দল চলতি বছর অক্টোবরে ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করবে। জিম্বাবোয়ের গ্রুপের অন্য ম্যাচে নেপাল ৬ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে।