Shubman Gill: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি শুবমন গিলের, টিম ইন্ডিয়া তুলল ২৮৯

ওয়ানডে দলে নিজের স্থান মজবুত করার পথে শুবমন গিল। আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন গিল।

Shubman Gill। (Photo Credits: Getty Images)

হারারে, ২২ অগাস্ট: ওয়ানডে দলে নিজের স্থান মজবুত করার পথে শুবমন গিল। আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন গিল। ওয়ানডে ক্রিকেটে তাঁর নবম ম্যাচে খেলতে নেমে সোমবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে গিল ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন। পাশাপাশি এদিন ১৩০ রান করে, সচিন তেন্ডুলকরের (১২৭ রান) রেকর্ড ভেঙে জিম্বাবোয়ের মাটিতে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান করার নজিরও গড়়বলেন গিল। এটা গিলের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এটি প্রথম তিন অঙ্কের ইনিংস। ১১টা টেস্ট খেলে গিল চারটে হাফ সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ রান ৯১। জাতীয় দলে অভিষেকের তিন বছর পর সেঞ্চুরি করলেন পঞ্জাবের ২২ বছরের তারকা এই ব্যাটার।

এদিন তিন নম্বরে নেমে গিলের ৯৭ বলে ১৩০ রানের অনবদ্য ইনিংসের পর চাপ থাকবেন বিরাট কোহলি। কারণ ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে সর্বাধিক রানের পর, জিম্বাবোয়েতেও একই কাজ করে ধারাবাহিকতা প্রমাণ করতে পেরেছেন গিল। এবার তাঁকে বাদ দেওয়া কঠিন হবে। জিম্বাবোয়তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিল করলেন মোট ২৪৫ রান, ব্য়াটিং গড় ১২২.৫০। প্রথম ম্যাচে রান তাড়া করতে  নেমে ওপেনার হিসেবে ৭২ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন।

দেখুন গিলের ধারাবাহিকতার হিসেব

শেষ অবধি গিলের সেঞ্চুরি, ইশান কিষাণের হাফ সেঞ্চুরিতে হারারেতে ভারত নির্ধারিত ৫০ ওভারে করল ৮ উইকেটে ২৮৯ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই হেরে বসা জিম্বাবোয়েকে হোয়াইটয়াশ রুখতে করতে হবে ২৯০ রান। এদিন, ওপেন করতে নেমে বেশ ধীরে খেলতে থাকেন শিখর ধাওয়ান-লোকেশ রাহুল। ১৫ ওভারে ৬৩ রানে ভারত তাদের প্রথম উইকেটটি হারায়। ৪৬ বলে ব্যক্তিগত ৩০ রানে আউট হন রাহুল, কিছু পরেই ধাওয়ান (৬৮ বলে ৪০)ও আউট হন। সেখান থেকে তৃতীয় উইকেটে গিল-ইশান কিষাণ ১৪০ রান যোগ করেন। গিল মারেন ১৫টি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি। জিম্বাবোয়ের পেসার ব্র্যাড় ইভান্স ৫২ রান দিয়ে ৫ উইকেট নেন।