IPL Auction 2025 Live

BAN vs IND, Chattogram Test: ১৪৪৩ দিন পর তিন অঙ্কের রান পূজারার, গিলের অভিষেক সেঞ্চুরি, চট্টগ্রামে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা ভারতের

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫৪ রানের লিড নিয়ে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে লোকেশ রাহুলরা ২ উইকেটে ২৫৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করলেন।

Gill, Pujara. (Photo Credits:Twitter, DD Sports)

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫৪ রানের লিড নিয়ে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে লোকেশ রাহুলরা ২ উইকেটে ২৫৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করলেন। টেস্ট জিততে হলে ম্যাচের চতুর্থ ইনিংসে সাকিব আল হাসানদের ৫১৩ রান করতে হবে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২ রান। খেলার এখনও বাকি দু দিন। বাংলাদেশকে এখান থেকে জিততে হলে করতে হবে ৪৭১ রান।

কুলদীপ যাদবের পাঁচ উইকেটের ম্যাজিক স্পেলে, সিরাজের তিন উইকেটের ধাক্কায় প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫০ রানে অল আউট হয়ে যায়। আজ, শুক্রবার টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের শেষ দুটি উইকেট পড়ে ১৭ রানের মধ্যে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেএল রাহুল (২৪) তেমন কিছু করতে পারেননি। ৭০ রানে ভারত প্রথম উইকেট হারায় সেখান থেকে শুভমন গিল ও চেতেশ্বর পূজারা দারুণ পার্টনারশিপ করে দলকে একেবারে নিশ্চিত জায়গায় পৌঁছে দেন। তার চেয়েও বড় কথা দু'জনেই সেঞ্চুরি করে নিজেদের মনোবলটা বাড়িয়ে রাখলেন। নিজের ১২তম টেস্টে ২৩ তম ইনিংসে টেস্টে অভিষেক সেঞ্চুরিটা পেলেন গিল। এদিন গিলের টেস্টে সর্বোচ্চ রান ছিল ৯১। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট অভিষেক হয়েছিল গিলের। গিলের সেঞ্চুরিতে চাপে পড়ে গেলেন রাহুল। কারণ দ্বিতীয় টেস্টে চোট সারিয়ে দলে ফিরছেন রোহিত শর্মা। সেঞ্চুরি করায় এবার গিলকে সবানো যাবে না। আরও পড়ুন-সেঞ্চুরির মুখে অবসরে আজহার আলি

দেখুন টুইট

অন্যদিকে, ১৪৪৩ দিন, ৫২ ইনিংস পর টেস্টে সেঞ্চুরি করলেন পূজরা। গিল ব্যক্তিগত ১১০ রানে আউটের পর বিরাট কোহলিকে নিয়ে নিজের বহু কাঙ্খিত সেঞ্চুরিটা পেলেন পূজারা।  ১০২ রানে অপরাজিত থাকেন পূজারা। চলতি টেস্টে পূজারা ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। তবে এদিন দারুণ খেলে সব আক্ষেপ পূরণ করলেন সৌরাষ্ট্রের তারকা ব্য়াটার। বিরাট কোহলি ১৯ রানে অপরাজিত থাকেন।

দিনের শেষে ১২ ওভার ব্যাট করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্তো (২৫ অপরাজিত) ও জাকির হোসেন (১৭ অপরাজিত) সিরাজ, অশ্বিনদের সামলে দেন।

ভারত ৪০৪, ২৫৮/২ (ডিক্লেয়ার)

বাংলাদেশ ১৫০, ৪২/০

বাংলাদেশকে জিততে হলে এখনও করতে হবে ৪৭১ রান