Shreyanka Patil: দেশের জার্সিতে মাত্র ২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে চমক আরসিবি-র শ্রেয়াঙ্কা পাতিলের
ভারতীয় মহিলা এ দলের হয়ে অবিশ্বাস্য বোলিং স্পেল বেঙ্গালুরুর ২০ বছরের স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের। মঙ্গলবার এশিয়ান এমার্জিং কাপ টি টোয়েন্টির প্রথম ম্যাচে আয়োজক দেশ হংকংয়ের বিরুদ্ধে ৩ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে শ্রেয়াঙ্কা নিলেন ৫টি উইকেট।
ভারতীয় মহিলা এ দলের হয়ে অবিশ্বাস্য বোলিং স্পেল বেঙ্গালুরুর ২০ বছরের স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের। মঙ্গলবার এশিয়ান এমার্জিং কাপ টি টোয়েন্টির প্রথম ম্যাচে আয়োজক দেশ হংকংয়ের বিরুদ্ধে ৩ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে শ্রেয়াঙ্কা নিলেন ৫টি উইকেট। তাঁর ৩ ওভারের মধ্যে একটা ওভার মেডেন। এতটাই অবিশ্বাস্য ছিল তাঁর স্পেল। মাত্র ১৮টা বলে করে ২ রান দিয়ে নেন ৫টি উইকেট। স্পেলের প্রথম বলেই উইকেট নেন তিনি। চলতি বছর মহিলাদের প্রথম আইপিএলে আরসিবি-র হয়ে দারুণ বোলিং করে চমকে দিয়েছিলেন শ্রেয়াঙ্কা। অনেকেই মনে করছেন, এবার জাতীয় দলের দরজা খুলতে চলেছে শ্রেয়াঙ্কার।
শ্রেয়াঙ্কার অবিশ্বাস্য স্পেলে প্রথমে ব্যাট করে হংকং মহিলা দল ১৪ ওভারে মাত্র ৩৪ রানে অল আউট হয়ে যায়। বাংলার চুঁচুড়ার পেসার তিতাস সাধু ২ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট নেন। হংকংয়ের মাত্র একজন ব্যাটার দু অঙ্কের রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান ওপেনার মারিকো হিল (১৪)-র। মারিকোর দুটো বাউন্ডারি হংকং ১৩ ওভার ব্যাট করলেও আর কোনও চার বা ছক্কা হাঁকাতে পারেনি। আরও পড়ুন-
ধোনিকে আইপিএল জেতানোর নেপথ্য নায়ক তুষার দেশপান্ডে বিয়ে করলেন
দেখুন টুইট
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা এ দল ৩২ বলে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বৃহস্পতিবার টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে নামবে ভারতীয় মহিলা এ দল। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও হংকং। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইউএই।