T20 World Cup 2022: টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের হারের পর শামির খোঁচায় 'রেগে আগুন' আফ্রিদি
প্রাক্তন পাক ক্রিকেটারের পোস্ট দেখে পালটা ট্যুইট করেন ভারতের মহম্মদ শামি। যেখানে 'সরি ব্রাদার, ইটস কল কর্মা' বলে পোস্ট করেন শামি। ভারতীয় ক্রিকেটারের ওই পোস্ট দেখে, কার্যত রেগে যান শাহিদ আফ্রিদি।
ইসলামাবাদ, ১৪ নভেম্বর: রবিবার ব্রিটিশদের বিশ্ব জয়ে নিরাশ পাকিস্তান। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পর ভাঙা হৃদয়ের চিহ্ন এঁকে তা ট্যুইটারে পোস্ট করেন শোয়েব আখতার। প্রাক্তন পাক ক্রিকেটারের পোস্ট দেখে পালটা ট্যুইট করেন ভারতের মহম্মদ শামি। যেখানে 'সরি ব্রাদার, ইটস কল কর্মা' বলে পোস্ট করেন শামি। ভারতীয় ক্রিকেটারের ওই পোস্ট দেখে, কার্যত রেগে যান শাহিদ আফ্রিদি। পাকিস্তানের হারে মহম্মদ শামি যে ট্যুইট করেছেন, তা বাঞ্ছনীয় নয়। ভারত, পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক, তা কাম্য নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে ভাল করতে হবে, তা ক্রিকেটারদের উপর অনেকটাই নির্ভর করে। যা দুই দেশের ক্রিকেটাররা যা অ্যাম্বাস্যাডারের মত ব্যবহার করেন, সেই আশা প্রকাশ করেন প্রাক্তন পাক ক্রিকেটার। পাকিস্তানের সামা টিভির সাক্ষাৎকারে বসে মহম্মদ শামির ট্যুইটের বিরোধিতা করেন শাহিদ আফ্রিদি। দেখুন...
প্রসঙ্গত টি ২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেন রোহিত, বিরাটরা। সেমি ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় পাকিস্তান।