Sania Mirza-Shoaib Malik: ডিভোর্সের জল্পনার মাঝে সানিয়ার জন্মদিনে বড় বার্তা শোয়েবের

সানিয়া মির্জা-শোয়েব মালিক। দুনিয়ার দুটি জনপ্রিয় খেলার জনপ্রিয় খেলোয়াড়। সেলেব দম্পতির বৈবাহিক সম্পর্কের ভিত নাকি নড়ে গিয়েছে। পাকিস্তানের এক মডেল-অভিনেত্রীর সঙ্গে শোয়েব মালিকের ঘনিষ্ঠতায় নাকি ক্ষুব্ধ টেনিস তারকা সানিয়া।

Sania Mirza, Shoaib Malik(Photo Credit: Instagram)

সানিয়া মির্জা-শোয়েব মালিক। দুনিয়ার দুটি জনপ্রিয় খেলার জনপ্রিয় খেলোয়াড়। সেলেব দম্পতির বৈবাহিক সম্পর্কের ভিত নাকি নড়ে গিয়েছে। পাকিস্তানের এক মডেল-অভিনেত্রীর সঙ্গে শোয়েব মালিকের ঘনিষ্ঠতায় নাকি ক্ষুব্ধ টেনিস তারকা সানিয়া। আর এতেই দু'জনের ডিভোর্স নিয়ে বড় জল্পনা। সানিয়ার দু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শোয়েবকে নিয়ে অভিমানের ইঙ্গিত ধরা পড়ে। তাতে হাই প্রোফাইনাল দম্পতির ডিভোর্সের জল্পনা বাড়ছে।

এরই মাঝে আজ, মঙ্গলবার সানিয়া মির্জার ৩৬তম জন্মদিন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রী সানিয়া জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব। ইনস্টাগ্রামে সানিয়ার সঙ্গে তাঁর ছবি দিয়ে শোয়েব লিখলেন, 'শুভ জন্মদিন সানিয়া। তোমার সুস্থ ও সুখি জীবন কামনা করি। আজকের দিনটা পুরোপুরি উপভোগ করো।"আরও পড়ুন-গুপ্তিল, বোল্টকে ভারতের বিরুদ্ধে সিরিজে রাখল না কিউইরা

দেখুন ইনস্টা পোস্ট

২০১০ সালের এপ্রিলে সানিয়া-শোয়েবের বিয়ে হয়। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের পুত্র সন্তান হয়। যারা নাম রাখা হয় ইজহার মির্জা মালিক।