IPL Auction 2025 Live

Ban vs Ind: সাকিবের দুরন্ত বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ রোহিতদের, ভারত অল আউট ১৮৬ রানে

বাংলাদেশে লজ্জার মুখে পড়ল ভারতীয় দল। খাতায় কলমে খুব শক্তিশালী ব্য়াটিং লাইনআপ নিয়ে খেলতে নেমে একেবারে ভরাডুবি হল টিম ইন্ডিয়ার।

Bangladesh Cricket Team। (Photo: AP/ PTI)

ঢাকা, ৪ ডিসেম্বর: বাংলাদেশে লজ্জার মুখে পড়ল ভারতীয় দল। খাতায় কলমে খুব শক্তিশালী ব্য়াটিং লাইনআপ নিয়ে খেলতে নেমে একেবারে ভরাডুবি হল টিম ইন্ডিয়ার। রবিবার মীরপুরে প্রথম ওয়াডে ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৮৬ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। মাত্র ৪১.২ ওভারেই গুঁটিয়ে গেল ভারতের ইনিংস। পাঁচ নম্বরে নেমে কেএল রাহুল ৭০ বলে ৭৩ রানের ইনিংস না খেললে ভারতের লজ্জা আরও বাড়ত। একেবারেই ব্যর্থ হন বিরাট কোহলি (৯), শিখর ধাওয়ান (৭), শাহবাজ আহমেদ (০)।

শুরুটা ভাল করে সাকিবের বলে বোল্ড হয়ে যান রোহিত (২৭)। শ্রেয়স আইয়ার (২৪)ও সেট হয়ে আউট হয়ে যান। লোয়ার অর্ডারে শার্দুল ঠাকুর (২), দীপক চাহার (০)-রাও রান রান পাননি। আরও পড়ুন-পোলিশদের হারিয়ে শেষ আটের লক্ষ্যে ফরাসিরা, ইংল্যান্ড ম্যাচে অঘটনে চোখ সেনেগালের

দেখুন টুইট

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবিশ্বাস্য স্পেল করলেন। একই ওভারে রোহিত শর্মাও বিরাট কোহলিকে আউট করার পাশাপাশি সাকিব ৩৬ রান দিয়ে নিলেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার ইবাদত হোসেন ৪৭ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের স্পিনার মেহদি হাসান মিরাজ ৪৩ রান দিয়ে নেন এক উইকেট।

রবিবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হল কুলদীপ সেনের (Kuldeep Sen)। রাজস্থান রয়্যালস তথা মধ্যপ্রদেশের ডান হাতি পেসার কুলদীপ সেন আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে ভাল পারফম করে জাতীয় দলে সুযোগ পেলেন। নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারেন কুলদীপ। মীরপুরে ভারতের উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে লোকেশ রাহুলকে। কারণ চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। পন্থের পরিবর্ত ক্রিকেটার এখনও নেওয়া হয়নি। চোটের কারণে এদিন দলে রাখা হল না স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। অক্ষরের জায়গায় এদিন খেলেন বাংলার শাহবাজ আহমেদ। এর আগে মহম্মদ সামি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান।