Shakib Al Hasan: এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে সাকিব, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে
জিম্বাবোয়েতে সীমিত ওভারের দুটো ফর্ম্যাটে খারাপভাবে সিরিজ হারের পর এশিয়া কাপে আর কোনও ঝুঁকি নিচ্ছে না বাংলাদেশ।
ঢাকা, ১৩ অগাস্ট: জিম্বাবোয়েতে সীমিত ওভারের দুটো ফর্ম্যাটে খারাপভাবে সিরিজ হারের পর এশিয়া কাপে আর কোনও ঝুঁকি নিচ্ছে না বাংলাদেশ। অভিজ্ঞ সাকিব আল হাসানের নেতৃত্বেই আসন্ন এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। শুধু এশিয়া কাপ নয়, অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে বাংলাদেশের নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আজ, শনিবার এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করল বিসিবি। ঘোষিত দলে চমক সাব্বির রহমানের প্রত্যাবর্তন। জিম্বাবোয়ে সফরে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সাকিবরা অভিযান শুরু করবেন ২৭ অগাস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে। গত দুটো এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সাকিবদের কাছে চ্যালেঞ্জে প্রথমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বাধা টপকে সেমিফাইনালে ওঠা।
তারপর ভারত বা পাকিস্তানের মধ্যে কাউকে হারিয়ে পরপর তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলা। আর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বাইরে চতুর্থ দেশ হিসেবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। সে সব অবশ্য অনেক দূরের কথা, জিম্বাবোয়ের কাছে সিরিজ হারের পর মানসিক দিক থেকে পিছিয়ে পড়ে এশিয়া কাপ খেলতে নামা সাকিবদের প্রথম লক্ষ্য হবে লিগের ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানদের হারানো। সাম্প্রতিককালে শ্রীলঙ্কার ক্রিকেটে আবার ঝাঁঝ ফিরেছে। রশিদ খানরা তো বেশ কয়েক বছর ধরে এশিয় ক্রিকেটে বড় শক্তি হিসেবে উঠে আসছেন। আরও পড়ুন -অচেনা চেতেশ্বর! দেখুন কীভাবে এক ওভারে ২২ রান নিলেন পূজারা (ভিডিও)
এশিয়া কাপে বাংলাদেশের ১৭ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।