Messi MLS Match Live Streaming: আমেরিকায় খেলা মেসির ম্যাচ মোবাইলে দেখতে ভারতে খরচ ৩ হাজার টাকা!

লিওনেল মেসিকে এখন খেলতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। মেসি যেখানেই খেলুন ভারত, বাংলাদেশের ফুটবল ভক্তরা তার ম্যাচ সরাসরি টিভি বা মোবাইলে দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন।

Top Scorer Messi Photo credit: Twitter @TheAthleticFC

লিওনেল মেসিকে এখন খেলতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। মেসি যেখানেই খেলুন ভারত, বাংলাদেশের ফুটবল ভক্তরা তার ম্যাচ সরাসরি টিভি বা মোবাইলে দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন। মেসি যখন পিএসজি-তে খেলতেন, তখন শুধু তাঁর জন্য বহু মানুষ লিগা ১-র খেলা দেখতে টিভি চ্যানেল বা ওটিটির সাবস্ক্রিপশন নিতেন।

এবার মেসির জন্য মেজর সকার লিগ দেখা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ভারত, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু ভারতে বসে মেসির মজার সকার লিগের ম্যাচ দেখতে হলে বেশ অনেক টাকা খরচ করতে হবে। মেজর সকার লিগের টিভি ও ডিজিটাল স্বত্ত্ব কেনা সংস্থা বেশ চড়া দর রেখেছেন।

দেখুন টুইট

অ্যাপেল প্লাস টিভি-তে সরাসরি মেসিদের সব ম্য়াচ দেখা যাবে। মেজর সকার লিগ দেখার সিজিনাল পাশের দাম ভারতীয় মুদ্রায় ২ হাজার ৯০০ টাকা। এই পাশ থাকলে মেসি আমেরিকায় ইন্টার মিয়ামি-র হয়ে যত ম্যাচ খেলবেন তা সব সরাসরি দেখা যাবে। মেসি ইন্টার মিয়ামির হয়ে প্রথমবার মেজর সকার লিগে নেমে ম্যাচের শেষ মিনিটে অবিশ্বাস্য ফ্রিকিক থেকে গোল করে দলকে জিতিয়েছেন।