Ranji Trophy 2023: উনাদকটের আগুনে এবারও রঞ্জি ফাইনালে হার মনোজদের, বাংলাকে টানা শেষ তিনবারের মধ্যে দু বার চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
এবারও সেই ফাইনালে হার। ২০০৬, ২০০৭, ২০২০-র পর ২০২৩ রঞ্জি ট্রফির ফাইনালে হারল বাংলা। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।
এবারও সেই ফাইনালে হার। ২০০৬, ২০০৭, ২০২০-র পর ২০২৩ রঞ্জি ট্রফির ফাইনালে হারল বাংলা। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র। ২০২০-র পর ২০২৩ রঞ্জি ফাইনালেও বাংলাকে উড়িয়ে দিল সৌরাষ্ট্র। শেষ তিনবারের মধ্যে রঞ্জিতে দু বার চ্যাম্পিয়ন হয়ে জয়দেব উনাদকটরা বোঝালেন তারা এখন ধারাবাহিকতার বিচারেও ভারতসেরা। রঞ্জির মত ওয়ানডে-র বিজয় হাজারেতেও উনাদকটের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। রবিবার সকালে জয়দেব উনাদকটের আগুনে স্পেলে ঝলসে গেলেন মনোজ তিওয়ারি-রা। চতুর্থ দিনে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে। দিনের খেলার শুরুতেই রান আউট হয়ে যান শাহবাজ আহেমেদ।
এরপর বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (৬৮)-কে আউট করে বাংলার কফিন শেষ পেরেক পুতে দেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। ঠিক তারপরে আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (২)-ও। নিশ্চিত হয়ে যায় বাংলার হার। শেষে দিকে ইশান পোড়েল ২২ রানের ইনিংস খেলে ইনিংস হারের লজ্জা বাঁচান। আরও পড়ুন-অশ্বিন-জাদেজার স্পিনের আক্রমণে ১১৩ রানে ধরাশয়ী অজিরা
এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪ রান তুলে নেয় সৌরাষ্ট্র। জয় গাভিলকে দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৬ উইকেট সহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ফাইনালে ম্যাচের সেরা হলেন উনাদকট। ঘরের মাঠে ফাইনালে খেলার সুযোগ পেয়েও দ্বিতীয়বার রঞ্জি জেতার স্বপ্নভঙ্গ হল বাংলার।
ফাইনালে স্কোরবোর্ড
বাংলা: ১৭৪, ২৪১
সৌরাষ্ট্র: ৪০৪, ১৪/১
সৌরাষ্ট্র ৯ উইকেটে জয়ী
ম্যাচের সেরা- জয়দেব উনাদকট (৩/৪৪, ৬/৮৫)