Satwiksairaj Rankireddy-Chirag Shetty: সাত্ত্বিক-চিরাগদের স্বপ্নের দৌড় অব্যাহত, নজর গড়ে ফাইনালে সাচি জুটি

গতকাল হারিয়েছিলেন দুনিয়ার এক নম্বর জুটিকে, আর আজ হারালেন ফেভারিটদের। ইন্দোনেশিয়া ওপেন ব্য়াডমিন্টনে পুরুষদের ডবলসে স্বপ্নের দৌড়ে অব্যাহত রাখলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি।

Satwiksairaj and Chirag Shetty. (Photo Credits:Twitter)

জাকার্তা, ১৭ জুন: গতকাল হারিয়েছিলেন দুনিয়ার এক নম্বর জুটিকে, আর আজ হারালেন ফেভারিটদের। ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2023) ব্য়াডমিন্টনে পুরুষদের ডবলসে স্বপ্নের দৌড়ে অব্যাহত রাখলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty )। সেমিফাইনালে দুনিয়ার ১২ নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার কাং মিন হাউ-সিও সেয়ং জে-দের বিরুদ্ধে সাচি জুটি প্রথম গেমে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বাজিমাত করলেন। টানটান লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগরা জিতলেন ১৭-২১, ২১-১৯,২১-১৮।

এই প্রথম ব্যাডমিন্টনের বিশ্ব ট্যুরে সুপার ১০০০ ইভেন্টের ডবলসের ফাইনালে খেলবেন সাত্ত্বিক-চিরাগ। ব্যাডমিন্টনে সুপার ১০০০ ইভেন্ট হল সর্বোচ্চ মানের টুর্নামেন্ট, অনেকটা টেনিসের গ্র্যান্ডস্লামের সঙ্গে মিল চলে। টেনিসে গ্র্যান্ডস্লামের মতই ব্যাডমিন্টনে বছরে চারটি সুপার ১০০০ ইভেন্ট হয়- ১) মালয়েশিয়া ওপেন (জানুয়ারি) ১) অল ইংল্যান্ড ওপেন (মার্চ),  ৩) ইন্দোনেশিয়া ওপেন জুন) ও ৪) চিনা ওপেন (সেপ্টেম্বর)।

দেখুন টুইট

গতকাল, শুক্রবার ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুনিয়ার এক নম্বর জুটি ইন্দোশিয়ার ফাজার আলফিয়ান-মহম্মদ আরদিয়ান্তোকে ২১-১৩,২১-১৩ হারিয়ে ছিলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ। দুনিয়ার এক নম্বর জুটিকে টানা দুটি ম্যাচ হারালেন ভারতের সাচি জুটি। পেশাদার ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস ব়্যাঙ্কিংয়ে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি সাত নম্বরে আছেন।