Satwik and Chirag: ব্যাডমিন্টনে জুটিতে ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে ইন্দোনেশিয়ায় খেতাব সাত্ত্বিক-চিরাগদের
ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty )।
জাকার্তা, ১৮ জুন: ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty )। রবিবার জাকার্তা ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে জিতলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। এই প্রথম কোনও ভারতীয় জুটি ব্যাডমিন্টনের বিশ্ব ট্যুরে সুপার ১০০০ ইভেন্টের ডবলসের খেতাব জিতলেন। ফাইনালে ভারতের সা-চি জুটি হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন মালয়েশিয়ার আরন ছায়-সো ওয়াই উইক জুটিকে। ফাইনালের ফল ২১-১৭,২১-১৮।
ব্যাডমিন্টনে সুপার ১০০০ ইভেন্ট হল সর্বোচ্চ মানের টুর্নামেন্ট, অনেকটা টেনিসের গ্র্যান্ডস্লামের সঙ্গে মিল চলে। টেনিসে গ্র্যান্ডস্লামের মতই ব্যাডমিন্টনে বছরে চারটি সুপার ১০০০ ইভেন্ট হয়- ১) মালয়েশিয়া ওপেন (জানুয়ারি) ১) অল ইংল্যান্ড ওপেন (মার্চ), ৩) ইন্দোনেশিয়া ওপেন (জুন) ও ৪) চিনা ওপেন (সেপ্টেম্বর)।
দেখুন টুইট
পদক গলায় দুই চ্যাম্পিয়ন
কোয়ার্টার ফাইনালে দুনিয়ার এক নম্বর জুটিকে হারিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। সেমিফাইনালে দুনিয়ার ১২ নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার কাং মিন হাউ-সিও সেয়ং জে-দের বিরুদ্ধে সাচি জুটি প্রথম গেমে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বাজিমাত করলেন। টানটান লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগরা জিতলেন ১৭-২১, ২১-১৯,২১-১৮।