SAFF Women's Championship 2022: ক্রিকেটে হারের বদলা ফুটবলে,নেপালের দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে হারাল ভারত (দেখুন ভিডিও)
গ্রুপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ কাপে (SAFF) যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দল। খেলার ২১ মিনিটে পাকিস্তান অধিনায়ক মারিয়া খানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত
মহিলাদের ফুটবলের সাফ কাপ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে নেপালে। সেখানে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মহিলা ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছিল ভারতের প্রথম ম্যাচ। গ্রুপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ কাপে (SAFF) যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দল। খেলার ২১ মিনিটে পাকিস্তান অধিনায়ক মারিয়া খানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের সেরা খেলোয়াড় ড্যাংমেই গ্রেসের(Dangmei Grace) ঝরঝরে ফিনিশিং এ দ্বিতীয় গোলটি হয়। স্টপেজ টাইমে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামা সৌম্য গুগুলথ(Soumya Guguloth) শেষ গোলটি করেন।ভারত পুরো ফুটবল ম্যাচে আধিপত্য বিস্তার করে পাকিস্তানের মেয়েদের বিরুদ্ধে শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করে। ১০ সেপ্টেম্বর শনিবার গ্রুপের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত।
দ্বিতীয় গোলের মুহুর্তঃ-
গোলের মুহুর্ত