Ruturaj Gaikwad: ফের ধাক্কা টিম ইন্ডিয়া শিবিরে, এবার ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়েড়

ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার-ব্যাটার ঋতুরাজ গায়কোয়েড়।

Ruturaj Gaikwad. (Photo Credits: Twitter)

ধরমশালা, ২৬ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। সূর্যকুমার যাদব, দীপক চাহারের পর এবার আজ, শনিবার ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার-ব্যাটার ঋতুরাজ গায়কোয়েড় (Ruturaj Gaikwad)। চলতি সিরিজে বিরাট কোহলি, ঋষভ পন্থও খেলছেন না। চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর আইপিএলে অবিশ্বাস্য খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারী ঋতুরাজের ডান দিকের কব্জির জয়েন্টে প্রচন্ড ব্যথা থাকায়, ধরমশালায় হতে চলা দ্বিতীয় টি-২০ শুরুর ঠিক আগেই ছিটকে গেলেন। ঋতুরাজের পরিবর্তে ধরমশালায় টিম ইন্ডিয়ায় যোগ দিলেন মায়াঙ্ক আগরওয়াল।

ক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগেই করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন ঋতুরাজ। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও একটা ম্যাচেও খেলার সুযোগ না পেয়ে দেশে ফিরেছিলেন তিনি। লখনউতে প্রথম টি টোয়েন্টিতে প্রথম একাদশে ঠাঁই পাননি আইপিএলে ধোনির দলের কাণ্ডারি।

দেখুন টুইট

এদিকে, ধরমশালায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লখনউ ম্যাচের হিরো ইশান কিষাণ। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার নামবেন তিনেই।