RR VS MI, IPL 2021 Live Streaming: আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালস, সরাসরি কখন কীভাবে দেখবেন

আজ, মঙ্গলবার শারজায় আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালস। প্লে অফে ওঠার ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালসের মধ্যে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা বনাম সঞ্জু স্যামসন ব্রিগেডের মধ্যে ম্যাচে যারা জিতবে, তারা প্লে অফের লড়াইয়ে কেকেআর-কে টক্কর দেবে, আর যারা হারবে তারা বিদায় নেবে।

Rohit Sharma (Photo Credits: Twitter)

শারজা, ৫ অক্টোবর: আজ, মঙ্গলবার শারজায় আইপিএলে (IPL 2021) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)-রাজস্থান রয়্যালস ( vs Rajasthan Royals)। প্লে অফে ওঠার ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালসের মধ্যে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে কেকেআর, পঞ্জাব কিংসও। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম সঞ্জু স্যামসন (Sanju Samson) ব্রিগেডের মধ্যে ম্যাচে যারা জিতবে, তারা প্লে অফের লড়াইয়ে কেকেআর-কে টক্কর দেবে, আর যারা হারবে তারা বিদায় নেবে।

তবে রাজস্থান হারলে তাদের কাছে কিছুটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে রাজস্থানকে শেষ ম্যাচে হারাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে, আর মুম্বই তাদের শেষ ম্যাচ হারবে সান রাইজার্সের বিরুদ্ধে। তখন আবার কলকাতা, রাজস্থান, মুম্বই-তিনটি দল ১২ পয়েন্টে থাকবে, সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কে প্লে অফে উঠবে। আরও পড়ুন: মেসি ক্লাব ছাড়তেই বার্সালোনা ছন্নছাড়া, অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ০-২ গোলে হার বার্সার

এমন ডু অর ডাই ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স দলে বড় পরিবর্তেনর সম্ভাবনা নেই। জয়ন্ত যাদবের পরিবর্তে রাহুল চাহারকে খেলানো হতে পারে। অন্যদিকে, রাজস্থানে প্রথম একাদশে পরিবর্তন নাও হতে পারে।

মুম্বই ইন্ডিয়ন্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কোথায় খেলা হবে?

মুম্বই ইন্ডিয়ন্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

মুম্বই ইন্ডিয়ন্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কবে ও কখন শুরু হবে?

মুম্বই ইন্ডিয়ন্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ রবিবার, ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।

এই ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।

অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।