Virat Kohli: কোহলির ‘বিরাট’ প্রশংসা রোহিতের মুখে

Virat Kohli, Rohit Sharma (Photo Credits: IANS)

মুম্বই, ১৩ ডিসেম্বর:  ব্যাটন বদল হয়েছে ভারতীয় টিমের (Team India)। এবার সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে বড় মন্তব্য করলেন হিটম্যান রোহিত শর্মা। বিসিসিআই ওয়েবসাইটে রোহিত শর্মা বলেছেন, ‘‘কোহলি দলকে এমন জায়গায় এনেছে যেখান থেকে পিছনের দিকে তাকানোর কোনও জায়গা নেই। যে পাঁচ বছর কোহলি ভারতের এক দিনের ও টি২০ দলের অধিনায়ক ছিল। সেই সময় প্রতি ম্যাচে ওকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। প্রতিটি ম্যাচ জেতার খিদে ছিল আমাদের। গোটা দল একই লক্ষ্য নিয়ে খেলতে নামত।’’

আরও পড়ুন: Rohit Sharma: বিরাট কোহলির চেয়ে পরিসংখ্যানে এগিয়ে রোহিত শর্মা

রোহিতের সংযোজন, ‘‘কোহলির নেতৃত্বে খেলার সময় খুব ভাল কেটেছে। ওর সঙ্গে আমি মাঠে অনেক সময় কাটিয়েছি। আমরা এক সঙ্গে খেলতে পছন্দ করতাম। সেই কাজই আমরা করে যাব। দল হিসেবে আরও উন্নতি করার চেষ্টা করব। শুধু আমি নয়, গোটা দল একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।’’

প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি মাসে মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্ব ছাড়ার পরে অধিনায়ক হন বিরাট কোহলি। তখন থেকেই সহ-অধিনায়ক ছিলেন রোহিত। দু’জনে মিলে এক সঙ্গে ৮৪ ম্যাচে ৬৪.৫৫ গড়ে ৪৯০৬ রান করেছেন। ভারতের সফল জুটির নিরিখে রোহিত-শিখরের পরেই রয়েছেন তাঁরা।