Roger Federer Birthday: ৪১-এর রজার ফেডেরার এখনও তরুণ, ২০ থেকে ২১-র স্বপ্ন আজও আছে

দেখতে দেখতে চল্লিশ পাড় করে ৪১ বছরে পা দিলেন রজার ফেডেরার। আজ, সোমবার সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তী ফেডেরারের জন্মদিন নিয়ে নস্টালজিয়ায় ভুগছে তাঁর ভক্তরা।

Rodger Federer। (Photo Credits: Getty Images)

দেখতে দেখতে চল্লিশ পাড় করে ৪১ বছরে পা দিলেন রজার ফেডেরার। আজ, সোমবার সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তী ফেডেরারের ৪১তম জন্মদিন নিয়ে নস্টালজিয়ায় ভুগছে তাঁর ভক্তরা। গত বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হারের পর চোট পেয়ে সেই যে পেশাদার টেনিস থেকে ছিটকে গিয়েছেন, এখনও কামব্যাক করতে পারেননি। এর মধ্যে ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন রাফায়েল নাদাল (২২), নোভাক জকোভিচ (২১)। চার বছর আগে শেষবার গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। বয়সও ৪১ হল।

তাঁর প্রতিপক্ষরা আগের চেয়ে অনেক ক্ষুরধারও হয়েছেন। তবু ফেডেরার ম্যাজিক এমন, এখনও তাঁর ভক্তরা স্বপ্ন দেখেন রজার রাজার মত ফিরলেন, আর তার ২১তম গ্র্যান্ডস্লাম জিতবেন। বয়স তো ফেডেরারের কাছে শুধুই একটা সংখ্যা। তবে বিশেষজ্ঞরা ফেডেরারের টেনিস কেরিয়ার নিয়ে খুব বেশি স্বপ্ন দেখছেন না। শোনা যাচ্ছে অক্টোবরে বাসেলে নিজের দেশের মাটিতে পেশাদার টেনিসে কামব্যাক করতে পারেন। আরও পড়ুন-সোনা জয়ের পরেও ভাই নীরজ চোপড়াকে মিস করছেন পাকিস্তানি আরশাদ নাদিম 

দেখুন টুইট

তবে এমনও জল্পনা, ফেডেরার হয়তো এই বছরেই অবসর নেবেন। অবসরের ইঙ্গিতও দিয়েছেন ফেডেরার।