Sunny Leone Age (Photo Credits: Instagram)

Sunny Leone Age: আজ মঙ্গলবার, ১৩ মে অভিনেত্রী সানি লিওনের জন্মদিন। বলিউডে তিনি পা রেখেছেন প্রায় ১৪ বছর। পর্নোগ্রাফির মাধ্যমেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন সানি। নীল ছবিতে সানির উদ্দাম যৌনতা রাতের ঘুম কেড়েছিল কোটি কোটি পুরুষের। তবে সংসা জীবনে পা দেওয়ার আগেই পর্নোগ্রাফি থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন তিনি। এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। হয়েছেন প্রাক্তন পর্ন তারকা। সংসার, স্বামী, তিন সন্তান আর অভিনয় সামলে নিজের একটি বিউটি ব্র্যান্ডও খুলেছেন তিনি। স্ত্রীকে জন্মদিনে (Sunny Leone Birthday) শুভেচ্ছা জানিয়ে স্বামী ড্যানিয়েল ওয়েবার এদিন লেখেন, 'তুমি একজন সত্যকারের অনুপ্রেরণা'। জানেন কি কত বছরে পা দিয়েছেন সুন্দরী সানি? প্রাক্তন পর্ন তারকার বয়স শুনলে চমকে যাবেন আপনি।

আরও পড়ুনঃ ব্যাকলেস বডিকন ডেসে কঙ্গনার দুষ্টু ইশারা, ছুঁড়লেন উড়ন্ত চুমু, নায়িকার ভিডিও মিস করবেন না

সানি লিওনের বয়স কত?

উইকিপিডিয়া জানাচ্ছে, অভিনেত্রী তথা প্রাক্তন পর্ন তারকা সানি ১৯৮১ সালের ১৩ই মে তারিখে কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছেন। জন্মসূত্রে তাঁর নাম ছিল করণজিৎ কৌর বোহরা। পরে তিনি হন সানি লিওন। উইকিপিডিয়ার হিসাব অনুযায়ী, এই বছর অভিনেত্রী ৪৪ বছরে পা দিয়েছেন।

জন্মদিনে সানিকে শুভেচ্ছা ড্যানিয়েলেরঃ

 

View this post on Instagram

 

A post shared by Daniel Weber (@thedanielweber)

সানি লিওনি (Sunny Leone) বিগ বসের পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। নীল ছবি থেকে সরে প্রথমবার টিভির পর্দায় দেখা যায় তাঁকে। রিয়্যালিটি শোয়ের হাত ধরে দেশব্যাপী সকলের নজর কেড়েছিলেন। এরপর তিনি ২০১২ সালে ইরোটিক থ্রিলার 'জিসম টু' তে অভিনয় করেন। সেটি ছিল তাঁর বলিউডে আত্মপ্রকাশ। তারপর থেকে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ভাষায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 'স্টারস্ট্রাক' নামে নিজের একটি বিউটি ব্র্যান্ড স্থাপন করেছেন সানি।