Rishabh Pant Century: ধোনিকে টপকে সেঞ্চুরির সপ্তম শিখরে পন্থ, লিডসে রানের এভারেস্টের পথে গিলরা

৯০টি টেস্ট খেলে ধোনির মোট ৬টি সেঞ্চুরি করেছেন। সেখানে ৪৪তম টেস্টে নেমে পন্থ ৭টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। সেই সঙ্গে পন্থ টেস্টে পাঁচবার ৯০-এর ঘরে আউট হয়েছেন।

Rishabh Pant. (Photo Credits; X)

Rishabh Pant Century: যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের পর এবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ (Pant)। লিডসে এদিন ছক্কা হাঁকিয়ে তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরিটা পূর্ণ করলেন পন্থ। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)র রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় ক্রিকেটে উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি পন্থ করলেন ১৪৬টি বল খেলে, ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। একেবারে রাজকীয় কায়দায়। ইংল্যান্ডের মাটিতে পন্থের এটি তৃতীয় সেঞ্চুরি। পন্থের সাত টেস্ট সেঞ্চুরির ৫টিই এল বিদেশের মাটিতে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর দিল্লি-দেরাদুনের জাতীয় সড়কে বড় দুর্ঘটনায় বরাতজোরে বেঁচে ফেরার পর বিদেশের মাটিতে এটাই বিদেশের মাটিতে পন্থের প্রথম সেঞ্চুরি।

৯০টি টেস্ট খেলে ধোনির ৬টি সেঞ্চুরি ছিল

প্রসঙ্গত, ৯০টি টেস্ট খেলে ধোনির মোট ৬টি সেঞ্চুরি করেছেন। সেখানে ৪৪তম টেস্টে নেমে পন্থ ৭টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। সেই সঙ্গে পন্থ টেস্টে পাঁচবার ৯০-এর ঘরে আউট হয়েছেন।

ধোনিকে টপকে পন্থের সপ্তম শিখরে পন্থ

পন্থের ৭টি টেস্ট সেঞ্চুরি

১) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০১৮ সালে,লিডসে) ১১৪ রান

২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৯ সালে, সিডনি) ১৫৯ রান অপরাজিত

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২১ সালে, আমেদাবাদ) ১০১ রান

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০২২ সাল, কেপটাউন) ১০০ অপরাজিত

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২২ সাল, বার্মিংহ্যাম) ১৪৬ রান

৬) বাংলাদেশের বিরুদ্ধে (২০২৪ সাল, চেন্নাই) ১০৯ রান

৭) ইংল্যান্ডের বিরুদ্ধে (২০২৫ সাল, লিডস)

ধোনির ৬টি টেস্ট সেঞ্চুরি

১) পাকিস্তানের বিরুদ্ধে (২০০৬ সালে, ফয়সালাবাদ), ১৪৮ রান

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে (২০০৯ সাল, আমেদাবাদ), ১১০ রান

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে (২০০৯ সাল, মুম্বই), ১০০ অপরাজিত

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০১০ সাল, কলকাতা), ১৩২ অপরাজিত

৫) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (২০১১ সাল, কলকাতা), ১৪৪ রান

৬) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৩ সাল, চেন্নাই), ২২৪ রান

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement