Ranji Final: বড় রানের লিড নিয়ে রঞ্জি ফাইনালে চালকের আসনে সৌরাষ্ট্র, অলৌকিক কিছু ছাড়া মনোজদের চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব

অলৌকিক কিছু না হলেও এবারও রঞ্জি ট্রফির ফাইনালে হারতে হচ্ছে বাংলাকে। ম্যাচের এখনও তিন দিন বাকি থাকলেও, শুক্রবারই অনেকটা পরিষ্কার হয়ে গেল ম্যাচের ভাগ্য।

Arpit Vasavada, Chirag Jani. (Photo Credits: Twitter/ @srinjoysanyal07)

অলৌকিক কিছু না হলেও এবারও রঞ্জি ট্রফির ফাইনালে হারতে হচ্ছে বাংলাকে। ম্যাচের এখনও তিন দিন বাকি থাকলেও, শুক্রবারই অনেকটা পরিষ্কার হয়ে গেল ম্যাচের ভাগ্য। ইডেন গার্ডেন্সে ফাইনালের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্র এগিয়ে ১৪৩ রানে, হাতে ৫ উইকেট। এখান থেকে মনোজ তিওয়ারিদের রঞ্জি জেতা কার্যত অসম্ভব দেখাচ্ছে। অর্পিত ভাসাভাদা (৮১ অপরাজিত), চিরাগ জানি (৫৭ অপরাজিত), ও শেলডন জ্যাকসন (৫৯)-এর দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে চালকের আসনে সৌরাষ্ট্র। ২০২০-র মত এবারও বাংলাকে হারিয়ে দ্বিতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পথে জয়দেব উনাদকটরা।

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রর স্কোর ৫ উইকেটে ৩১৭ রান। একেবারে ফ্লপ বাংলার বোলিং। আকাশদীপ, শাহবাজ, আকাশ ঘটকরা কিছুই করতে পারলেন না। দিনের শেষে ক্রিজে আছেন অর্পিত ও চিরাগ। আগামিকাল, শনিবার লাঞ্চ অবধিও সৌরাষ্ট্র খেলে দিলে আড়াইশো রানের লিড নিয়ে নেবে। সেক্ষেত্রে ইডেনে বাকি আড়াইটা দিন হার বাঁচাতে লড়তে হবে মনোজদের। ইডেনে খেলা শেষে বাংলার ক্রিকেটারদের বডি ল্য়াঙ্গুয়েজই বলে দিচ্ছে, ম্যাচটায় আর আশা নেই। পিকচার আভি বাকি হে বলার স্পিরিটাই নেই দেখে মনে হল। আরও পড়ুন-কোটলায় শামি-জাদেজাদের দাপটে কাত অজিরা

পঞ্চম উইকেটে শেলডন জ্যাকসন-অর্পিত ভাসাভাদা-র ৯৫ রান ও ষষ্ঠ উইকেট জুটিতে অর্পিত-চিরাগের অবিচ্ছেদ্য ১১৩ রানের পার্টনারশিপটাই ব্যবধান গড়ে দিল। সারাদিন বাংলার বোলাররা একজন নাইটওয়াচম্যানের সহ পেলেন মাত্র তিনটি উইকেট, সেখানে সৌরাষ্ট্র করে গেল ২৩৬ রান। এদিন ইশান পোড়েল আউট করেন চেতন সাকারিয়া, ও শেলডন জ্যাকসনকে। মুকেশ এলবি আউট করেন ওপেনার হা অথচ এই পিচে বাংলার ব্যাটারদের পা কেঁপে প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অল আউট হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড, দ্বিতীয় দিনের শেষে

বাংলা ১৭৪ (শাহবাজ ৬৯, অভিষেক ৫০, চেতন ৩/৩৩, জয়দেব ৩/৪৪)

সৌরাষ্ট্র: ৩১৭/৫ (অর্পিত ৮১ অপরাজিত, শেলডন ৫৯, চিরাগ ৫৭ অপরাজিত, মুকেশ ২/৮৩)

সৌরাষ্ট্র এগিয়ে ১৪৩ রানে, হাতে ৫ উইকেট।