Ranji Trophy: বরোদার পর এবার হায়দরাবাদকেও সরাসরি হারিয়ে রঞ্জিতে শীর্ষে বাংলা

রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেল বাংলার। হায়দ্রাবাদকে দ্বিতীয় ইনিংসে ১৬৬ রানে অল আউট করে অভিমন্যু ঈশ্বরণরা ৭২ রানে জয় ছিনিয়ে নিলেন।

RANJI TROPHY (Photo Credits: Twitter/@CABCricket)

কটক, ২৭ ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেল বাংলার। হায়দ্রাবাদকে দ্বিতীয় ইনিংসে ১৬৬ রানে অল আউট করে অভিমন্যু ঈশ্বরণরা ৭২ রানে জয় ছিনিয়ে নিলেন। কটকে আজ, রবিবার ম্যাচের শেষদিনে হায়দ্রাবাদে জিততে হলে করতে হত ২২৩ ,বাংলার দরকার ছিল ৭ উইকেট। ১৬ রানে ৩ উইকেট থেকে এদিন দারুণ লড়েন হায়দরাবাদের ব্যাটার তিলক ভর্মা (৯০)। তবে বাংলার বোলাররা অন্য প্রান্ত থেকে ভাঙন চালাতে থাকায় শেষ অবধি বাংলাকে জয় পেতে বড় কষ্ট করতে হয়নি। তিলক ভর্মার উইকেট সহ ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন আকাশ দীপ।

ম্যাচের সেরা নির্বাচিত হওয়া শাহবাজ আহমেদ ৪১ রানে ৩ উইকেট নেন। মুকেশ কুমার ২টি ও ঈশান পোড়েল একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ১১৬ রানের অবস্থা থেকে অভিষেক পোড়েল (৭৩)-শাহবাজ আহমেদ (৪০)-এর মধ্যে ৭৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা জয়-পরাজয়ের মাঝে বড় ফারাক গড়ল।

দু ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে বাংলা এখন গ্রুপ শীর্ষে আছে। বাংলা আছে গ্রুপ বি-তে। চার দলের গ্রুপে বাংলার সঙ্গে আছে বরোদা, হায়দ্রাবাদ, চণ্ডীগড়। রঞ্জিতে বাংলার পরবর্তী ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে ৩ মার্চ থেকে, কটকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলা: ২৪২, ২০১

হায়দরাবাদ: ২০৫ ,১৬৬

ম্যাচের ফল- বাংলা জয়ী ৭২ রানে

ম্যাচের সেরা- শাহবাজ আহমেদ



@endif