Ramiz Raja: ডামাডোলের পাকিস্তান ক্রিকেটে পিসিবি চেয়ারম্যান হলেন বিতর্কিত রামিজ রাজা

পাকিস্তানের ক্রিকেট এখন চূড়ান্ত ডামাডোল। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হেড কোচ মিসবা উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস আচমকা পদত্যাগ করেছেন। অধিনায়ক বাবর আজমও বিশ্বকাপের দলগঠন নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ। এমন ডামাডোলের মাঝে পাকিস্তান ক্রিকেটে বোর্ড বড় পরিবর্তন। পিসিবি-চেয়ারম্যান হলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারভায্যকার রামিজ রাজা।

Ramiz Raja: ডামাডোলের পাকিস্তান ক্রিকেটে পিসিবি চেয়ারম্যান হলেন বিতর্কিত রামিজ রাজা
Ramiz Raja. (Photo Credits: Twitter)

লাহোর, ১৩ সেপ্টেম্বর: পাকিস্তানের ক্রিকেট (Pakistan Cricket) এখন চূড়ান্ত ডামাডোল। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হেড কোচ মিসবা উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস আচমকা পদত্যাগ করেছেন। অধিনায়ক বাবর আজমও বিশ্বকাপের দলগঠন নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ। এমন ডামাডোলের মাঝে পাকিস্তান ক্রিকেটে বোর্ড বড় পরিবর্তন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারভাষ্যকার রামিজ রাজা (Ramiz Raja। তিন বছরের জন্য তিনি পিসিবি-র দায়িত্ব সামলাবেন। রামিজ হলেন পিসিবি-র ৩৬তম চেয়ারম্যান।

যে রামিজকে একেবারেই পছন্দ করেন না পাকিস্তানের ক্রিকেটাররা। মাঝেমাঝেই কমেন্ট্রি বক্সে যুক্তিহীন কথা বলে ট্রোল হওয়া রামিজের গায়ে গড়াপেটা কাণ্ডেরও ছায়া রয়েছে। আরও পড়ুন: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি, নতুন নেতা হবেন রোহিত শর্মা

দেখুন টুইট

দেশের ক্রিকেটারদের বড় সমালোচক রামিজ রাজা বোর্ড সভাপতি হওয়ায় অবাক অনেকেই। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অত্যন্ত পছন্দের পাত্র হওয়ায় রামিজ পাক ক্রিকেটের সর্বোচ্চ পদে বসলেন বলে মনে করা হচ্ছে। এতদিন এই পদে ছিলেন এহসান মানি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

AFG vs SA, Champions Trophy 2025 Live Streaming in India and Bangladesh: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে

AFG vs SA, Champions Trophy 2025 Dream11 Prediction: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কে হবে জয়ী? একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের Dream11 Prediction

IND vs BAN, Champions Trophy 2025 Toss Update: টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ, একনজরে দু'দলের একাদশ

IND vs BAN, Champions Trophy 2025 Live Streaming in India and Bangladesh: ভারত বনাম বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে

Share Us