PV Sindhu: দীর্ঘ ২৮ মাস পর খেতাব জিতলেন সিন্ধু, মোদীতে লক্ষ্যভেদ মিস্টার সেনের
দীর্ঘ ২৮ মাস পর খেতাব জিতলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু। একের পর এক চোট, ফর্ম হারিয়ে ক্রমশ তলিয়ে যাওয়ার পথ থেকে ঘুরে দাঁড়ালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু।
লখনৌ, ১ ডিসেম্বর: ঠিক ২ বছর, ৪ মাস, ১৮ দিন পর খেতাব জিতলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। একের পর এক চোট, ফর্ম হারিয়ে ক্রমশ তলিয়ে যাওয়ার পথ থেকে ঘুরে দাঁড়ালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু। সোমবার লখৌনয়ে সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টের ( Syed Modi International 2024) ফাইনালে চিনের উ লুয়ো ইউ-কে হারিয়ে ২০২২ সালের জুলাইয়ের পর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেতাব জিতলেন ২৯ বছরের হায়দরাবাদের তারকা শাটলার।
বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে ১৮ তম স্থানে থাকা সিন্ধু ফাইনালে হারালেন বিশ্বের ১৩৭তম চিনের খেলোয়াড়কে ২১-১৪, ২১-১৬। ২০০২ সালের জুলাইয়ে সিঙ্গাপুর ওপেনের পর থেকে আর কোনও BWF ওয়ার্ল্ড টুরে খেতাব জিততে পারছিলেন না সিন্ধু। এর মাঝে ২০২৩ সালে স্পেন মাস্টার্স সুপার ৩০০ ও চলতি বছর মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০-র ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন সিন্ধু।
দু বছরেরও বেশী সময় পর খেতাব জিতলেন সিন্ধু
এদিকে সৈয়দ মোদী ইন্টারন্যাশানলে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। ফাইনালে লক্ষ্য ২১-১৬, ২১-৭ হারালেন সিঙ্গাপুরের জেসন তেহ-কে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা লক্ষ্য সেন এদিন ফাইনালে বিশ্বের ৩৯তম স্থানে থাকা সিঙ্গাপুরের জেসনকে হারাতে সময় নেন মাত্র আধ ঘণ্টা। প্যারিস অলিম্পিকে সেমিফাইনালে উঠে একটুর জন্য পদক হাতছাড়া হওয়া লক্ষ্য সেনের এটি পঞ্চম BWF খেতাব।
ট্রফি জয়ের পর সিন্ধুর এক্সে পোস্ট
এবার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভারতীয়রা মহিলাদের ডবলসে খেতাব জিতেছেন। মহিলাদের ডবলসের ফাইনালে তাইল্যান্ডের জুটিকে হারিয়ে খেতাব জেতেন গায়েত্রী গোপিচাঁদ ও ট্রেসা জলি জুটি।