Pro Kabaddi League Season 11 Live Streaming: শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের ১১তম সিজন, কোথায় দেখবেন সরাসরি দেশের দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়া লিগ
শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগ সিজন ১১ (Pro Kabaddi League Season 11)।আগামীকাল(১৮ অক্টোবর,শুক্রবার) থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের ১১তম সংস্করণ।প্রো কাবাডি লিগের সুবাদে দেশে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে কাবাডি। একদিকে যেমন সার্বিকভাবে দেশে কাবাডির মান উন্নয়ন হচ্ছে তেমনি খেলোয়াড়দের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে। কর্পোরেট স্ট্রাকচারের মোড়া এই টুর্নামেন্ট এই মুহূর্তে দেশের দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়া লিগ। আইপিএলের পরই স্থান প্রো কাবাডি লিগের। এ বছর প্রো কাবাডি লিগে অংশ নিচ্ছে মোট ১২টি দল। দীর্ঘদিন পরে ৩ শহরের ফরম্যাটে ফিরছে প্রো কাবাডি লিগ।গাচিবাওলি ইনডোর স্টেডিয়ামে তেলেগু টাইটানস এবং বেঙ্গালুরু বুলসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিজন।
কবে থেকে শুরু হবে প্রো কাবাডি লিগ সিজন ১১ এর খেলা?
প্রথম পর্বের খেলা হবে হায়দরাবাদের বালাযোগী স্টেডিয়ামে। এই পর্বের খেলা হবে ১৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। ১০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্বের খেলা হবে নয়ডায়। তৃতীয় পর্বের খেলা হবে পুণেতে। ৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ওই টুর্নামেন্ট।
টিভিতে অথবা ওটিটিতে প্রো কাবাডি লিগ ২০২৪ লাইভ কোথায় দেখবেন?
প্রো কাবাডি লিগ শুরু থেকেই সম্প্রচার করে স্টার স্পোর্টস এবং ডিজনি প্লাস হটস্টার। এবছরও ব্যতিক্রম হচ্ছে না। শুক্রবার থেকে প্রো কাবাডি লিগ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টসে। ওটিটিতে প্রো কাবাডি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।