R Praggnanandhaa, Vaishali Rameshbabu: ভাই-বোন দু জনেই গ্র্য়ান্ডমাস্টার, প্রজ্ঞানন্দের পর এবার দাবার কুলীন শিরোপা পেলেন দিদি বৈশালী
একই বাড়িতে দুজন গ্র্য়ান্ডমাস্টার। দাবার খেলার বিরল শিরোপা 'গ্র্যান্ডমাস্টার'এবার তামিলনাড়ুর রমেশবাবু বাড়িতে।
একই বাড়িতে দুজন গ্র্য়ান্ডমাস্টার। দাবার খেলার বিরল শিরোপা 'গ্র্যান্ডমাস্টার'এবার তামিলনাড়ুর রমেশবাবু বাড়িতে। ক মাস আগেই বিশ্বের সেরা সেরা দাবাড়ুদের হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। বিশ্ব দাবার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের মাথার ঘাম পায়েও ফেলে নিজেকে বিশ্বসেরার আসনে নিয়ে গিয়েছিলেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ রমেশবাবু।
এবার প্রজ্ঞানন্দের দিদিও দাবার খেলায় বড় সম্মান পেলেম। ২২ বছরের বৈশালী প্রজ্ঞানন্দ দেশের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন। গতকাল, শুক্রবার স্পেনে এল লইয়েব্রেগাট ওপেনে রেটিং পয়েন্ট সংগ্রহ করে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রয়োজনীয় সব শর্তই পূরণ করে ফেলেন ২২ বছরের বৈশালী। কনেরু হাম্পি, হারিকা দ্রোনাভাল্লির পর দেশের তৃতীয় মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার হলেন প্রজ্ঞানন্দের দিদি বৈশালী। বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া, প্রজ্ঞানন্দ সহ ভারতে মোট ৮০ জন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু আছেন।
দেখুন ছবিতে
বিশ্ব দাবায় চমকপ্রদ ফলের পর প্রজ্ঞানন্দ বলেছিলেন, দিদি বৈশালী তাঁকে এমন কিছু টিপস দিয়েছেন, যা খুব কাজে দিয়েছে। বৈশালী-প্রজ্ঞানন্দ ঘরে বসেই দু জনেই ঘণ্টার পর ঘণ্ট দাবা খেলে বলে জানিয়েছিলেন তাঁর মা।