Varanasi Cricket Stadium: শনিবার বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নিজের লোকসভা কেন্দ্র বারাণসী (Varanasi Cricket Stadium)-কে এবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

Varanasi Cricket Stadium

নিজের লোকসভা কেন্দ্র বারাণসী (Varanasi Cricket Stadium)-কে এবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী শনিবার, ২৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কাশীর বারাণসীতে আনুমানিক ৪০০ কোটি টাকা খরচে তৈরি হতে চলা ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন সেখানকার সাংসদ মোদী।

লখনৌ, কানপুরের পর উত্তরপ্রদেশ পেতে চলেছে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটিই প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম।

দেখুন ছবিতে

বারণসীতে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে ৩০ মাসের মত সময় লাগতে পারে। ৩০.৬ একর জায়গা জুড়ে আধুনিক পরিকাঠামো সহ তৈরি হওয়া এই স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকাসন থাকছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজস্ব স্টেডিয়াম আছে আমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান মহারণ ও মেগা ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে।

স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থরের পাশাপাশি বারাণসীতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন, শিলন্যাস ও উদ্বোধন করবেন মোদী। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর দিয়েই বারাণসীতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী।