Ind vs Aus 4th Test: মোদী স্টেডিয়ামে টসের কয়েন ওড়াবেন প্রধানমন্ত্রী মোদী!
একেবারে নরেন্দ্র মোদীময় হতে চলেছে আমেদাবাদ টেস্ট। আগামিকাল, বৃহস্পতিবার থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ।
আমেদাবাদ, ৮ মার্চ: একেবারে নরেন্দ্র মোদীময় হতে চলেছে আমেদাবাদ টেস্ট। আগামিকাল, বৃহস্পতিবার থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। শোনা যাচ্ছে, ম্যাচের প্রথম দিন শুধু নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে উপস্থিত থাকাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের আগে টসের কয়েনও ওড়াতে পারেন। সাধারণত টস করার কাজটা করে থাকেন ম্যাচ রেফারি। কিন্তু আমেদাবাদে সেটা দেশের প্রধানমন্ত্রী করতে চলেছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ।
আমেদাবাদে মোদী টসের কয়েন আকাশে ওড়ানোর পর দু'দলের অধিনায়কের মধ্যে একজন হেড বা টেল বলবেন। তারপরই ঠিক হবে কারা আগে ব্যাট বা বল করবেন। এই টেস্টে আমেদাবাদে স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। ইতিমধ্যেই দু'দেশের রাষ্ট্রপ্রধানের ছবি সহ বড় পোস্টার-ব্যানারে স্টেডয়ামে সামনে সহ শহরের বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছে। আরও পড়ুন-উমেশ যাদব ও তাঁর স্ত্রী তানিয়ার ঘর আলো করে এল কন্যা-সন্তান
দেখুন মোদী স্টেডিয়ামের মাঠের ভিডিয়ো
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন লক্ষাধিক দর্শক উপস্থিত থাকতে চলেছেন। সেক্ষেত্রে এই প্রথম কোনও টেস্ট ম্যাচের প্রথম দিন লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে খেলা দেখবেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া ২-১ এগিয়ে। তবে সিরিজ ভারত দিল্লি টেস্টেই জিতে নিয়েছে। কিন্তু ইন্দোরে তৃতীয় টেস্ট হারের পর আমেদাবাদে রোহিত শর্মাদের কাছে ম্যাচটা দারুণ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। কারণ সিরিজের চতুর্থ টেস্টে জিতলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার টিকিট পেয়ে যাবে টিম ইন্ডিয়া।
ভিডিয়োয় মোদী স্টেডিয়াম
অন্যদিকে, স্টিভ স্মিথের নেতৃত্বে আমেদাবাদে নামতে চলা অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ভারতকে রুখে সিরিজ ড্র করার কৃতিত্ব দেখানো। প্রসঙ্গত, নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জেতে ভারত। তারপর দিল্লিতে দ্বিতীয় টেস্টে রোহিতরা জেতেন ৬ উইকেটে। ইন্দোরে তৃতীয় টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে প্রথমবার জয় পায় অজিরা।