Pele Health Update: পেলের মৃত্যু নিয়ে একের পর এক ভুয়ো পোস্টের মাঝে বড় কথা জানালেন তাঁর মেয়ে

ফুটবল সম্রাট মৃত্যুর ভুয়ো খবরের পোস্ট ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। পেলে এখনও সঙ্কটজনক অবস্থায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি। পেলের শারীরিক অবস্থা নিয়ে বড় কথা জানা গেল।

Pele (Photo Credit: Twitter)

সাও পাওলো, ৫ ডিসেম্বর: ফুটবল সম্রাট মৃত্যুর ভুয়ো খবরের পোস্ট ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সঙ্কটজনক অবস্থায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা পেলের মেয়ে কেলি আরন্তেস নাসিমেন্তো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা শিগগিরই বাড়িতে ফিরবেন। হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহ তিনেক আগে পেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁর ফুসফুসেও সমস্যা ছিল, সেই কারণে শ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছিল। কোভিডের কারণেই পেলের ফুসফুসে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। ৮২ বছরের পেলের এখনই মৃত্যুর তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে তিনি কবে ফিরতে পারেন না তা নিয়ে তাঁর মেয়েরা কিছু বলেননি।

কেমো বন্ধ হওয়ার পর পেলেকে বিশেষ ব্যবস্থায় পাঠানোর পর থেকেই তাঁর মৃত্য়ু নিয়ে ভুয়ো পোস্টে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।  দিন দুয়েক আগে ডাক্তাররা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিন বার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার। তাঁকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

দেখুন টুইট

ডাক্তাররা জানিয়েছেন, পেলে চিকিতসায় সাড়া দিচ্ছেন, গত ২৪ ঘণ্টায় তাঁর শরীর নতুন করে খারাপ হয়নি। ফুসফুসে সংক্রমণ ঠিক হয়ে গেলে বাবা ঘরে ফিরবেন বলে পেলের মেয়ে জানিয়েছেন।

এদিকে, আজ, রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্যালারিতে পেলের দ্রুত সুস্থতা কামনায় বড় ব্যানার পড়তে দেখা যাবে। অনেক দর্শকই, গেট ওয়েল সুন লেখা ব্রাজিলের জার্সিতে গ্যালারিতে থাকবেন।