PBKS vs KKR, IPL 2023: বৃষ্টি ধোয়া আফশোসের হার কলকাতার, নারিনের শেষ বলে ছক্কাতেও ডিএল পদ্ধতিতে ৭ রানে জয় ধাওয়ানদের
শেষরক্ষা হল না। বৃষ্টিভেজা মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে হারল কলকাতা নাইট রাইডার্স।
মোহালি, ১ এপ্রিল: শেষরক্ষা হল না। আইপিএল ২০২৩-এ তাদের প্রথম ম্যাচে বৃষ্টিভেজা মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের ১৯১ রানের জবাবে, ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে কলকাতা। এরপর বৃষ্টি আর না থামায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে হারল নীতীশ রানার দল। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেলেন পঞ্জাবের পেসার আর্শদীপ সিং।
আইপিএল ২০২৩-এর শুরুটা হার দিয়েই হল কেকেআর-এর। জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে মোটেও ভাল ব্যাট করতে পারেনি কলকাতা। ৮০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল কলকাতা। মনদীপ সিং (২) থেকে অঙ্কুল রায় (৪), রিঙ্ক সিং (৪)-রা ব্যর্থ হন। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে রান পেলেন না অধিনায়ক নীতীশ রানা (১৭ বলে ২৪)। তবে এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ভেঙ্কটশ আইয়ার ও আন্দ্র রাসেল একটা শেষ চেষ্টা করেন। তবে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিপজ্জনক হয়ে ওঠার মুহূর্তে আইপিএলের সবচেয়ে দামি স্যাম কুরানের বলে আউট হয়ে যান রাসেল। আরও পড়ুন- মাঠে কী করলেন প্রীতি জিন্টা
ষষ্ঠ উইকেটে রাসেল-আইয়ার জুটি ২৮ বলে ৫০ রান যোগ করেন। রাসেলের আউটের পর খারাপ শট খেলে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার (২৮ বলে ৩৪)। এরপর নামে বৃষ্টি। বৃষ্টির মাঝেই চলতে থাকে খেলা। ১৬তম ওভারের শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকান সুনীল নারিন। কিন্তু তখনও ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কেকেআর পিছিয়ে ছিল সাত রানে।
দেখুন টুইট
মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস করে ৫ উইকেটে ১৯১ রান। শুরু থেকেই পঞ্জাবের ইনিংস বড় রানের দিকেই এগোচ্ছিল। দারুণ খেলছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাক্ষে। ৩২ বলে হাফ সেঞ্চুরি করে দলকে স্বস্তি দিয়েছিলেন রাজাপাক্ষে। সঙ্গে অধিনায়ক শিখর ধাওয়ানও ভাল খেলেছিলেন। তবে হাফ সেঞ্চুরি করার পরেই রাজাপাক্ষের আউট আর বরুণ চক্রবর্তীর বলে শিখর ধাওয়ান (২৯ বলে ৪০) আউট হয়ে যাওয়ার পর কেকেআর কিছুটা ম্যাচে ফিরেছিল। শেষের দিকে ১৫ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান স্যাম কারান।
কেকেআর-এর কিউই পেসার টিম সাউদি ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন। সেরা বোলার বরুণ চক্রবর্তী (৪ ওভার ২৬ রান দিয়ে ১ উইকেট), সুনীল নারিন ও উমেশ যাদব একটি করে উইকেট নেন।