Paris Paralympics 2024 India Schedule, Day 8: প্যারিস প্যারালিম্পিক ২০২৪ এর অষ্টম দিনে ভারতের সূচি, সরাসরি দেখবেন যেখানে
আজকেও প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দল দারুণ ছন্দ ধরে রাখতে চাইবে। আজকের ইভেন্টে মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ ১-এ খেলবেন সিদ্ধার্থ বসু ও মোনা আগরওয়াল। মিক্সড টিম রিকার্ভ ওপেনে (প্রি কোয়ার্টার ফাইনাল) পূজা ও হরবিন্দর সিং চোখ রাখবেন পদকে।
Paris Paralympics 2024 India Schedule, Day 8: দুই সপ্তাহের বিরতির পর বুধবার থেকে শুরু হয়েছে প্যারিস প্যারালিম্পিক ২০২৪ (Paris Paralympic 2024)। প্যারিস প্যারালিম্পিকে ভারত তার বৃহত্তম দল নিয়ে অংশ নিয়েছে, যার মধ্যে ৮৪ জন অ্যাথলিট ১২টি খেলায় অংশ নিচ্ছেন। গত সোমবার যেমন ভারতের প্যারা দল প্যারিস প্যারালিম্পিকে আটটি পদক জয়ের সর্বকালের রেকর্ড গড়েছে, তেমনিই গতকাল তাঁদের অসাধারণ প্রদর্শনের ফলে পাঁচটি পদক জিতে প্যারালিম্পিকের একক সংস্করণে সর্বাধিক সংখ্যক পদক জয়ের নতুন রেকর্ড তৈরি করেছে। অবনী লেখারা, মণীশ নারওয়াল, সুমিত অ্যান্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং কৃষ্ণ নগরের মতো প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সহ ভারতের দলে বেশ কয়েকটি বড় নাম রয়েছে, যাদের প্রত্যেকেই টোকিও ২০২০ সালে জ্বলজ্বল করেন। দলে সুহাস ইয়তিরাজ, দীপ্তি জীবনজি, হরবিন্দর সিং, সচিন খিলারি এবং সিমরান শর্মার মতো বিশ্ব চ্যাম্পিয়নরাও রয়েছেন। Paris Paralympic 2024 Day 7, Medal Tally: ক্লাব থ্রোতে সোনা জয়ে ১৩তম স্থানে উঠে এল ভারত, ১৩৫ পদকে শীর্ষে চিন
গতকাল পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ফাইনালে পোল্যান্ডের লুকাজ সিজেককে ৬-০ ব্যবধানে হারিয়ে প্যারালিম্পিক গেমসে টানা দ্বিতীয়বারের মতো পদক জিতেছেন হরবিন্দর সিং। প্যারালিম্পিকে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ফাইনালে দেশের পঞ্চম স্বর্ণ জয়ের জন্য ধরমবীর ৩৪.৯২ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়েন। একই ইভেন্টে ৩৪.৫৯ মিটার লাফিয়ে রুপো জেতেন প্রণব সুরমা। আজকেও প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দল দারুণ ছন্দ ধরে রাখতে চাইবে। আজকের ইভেন্টে মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ ১-এ খেলবেন সিদ্ধার্থ বসু ও মোনা আগরওয়াল। মিক্সড টিম রিকার্ভ ওপেনে (প্রি কোয়ার্টার ফাইনাল) পূজা ও হরবিন্দর সিং চোখ রাখবেন পদকে।
একনজরে প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ভারতের অষ্টম দিনের সূচি
জেনে নিন কোথায় সরাসরি দেখবেন প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ভারতের অষ্টম দিনের ম্যাচ?
প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ভারতের অষ্টম দিনের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে এবং টিভিতে বিনামূল্যে দেখা যাবে দূরদর্শনে স্পোর্টসে (DD Sports)।