Indian Archery: ধনুক ভাঙা পণেও তীরে এসে ডুবল তরী, শেষ ধাপের হোঁচটে অলিম্পিক তিরন্দাজিতে পদক অধরা মাধুরীই
সেমিফাইনালে উঠেও পরপর দুটো ম্যাচে হেরে মিক্সড টিম ইভেন্টে পদক হাতছাড়া হল অঙ্কিতা ভগত- ধীরাজ বোম্বাদেবার জুটির।
প্যারিস, ২ অগাস্ট: Paris Olympics Archery একটুর জন্য তিরন্দাজিতে (Archery) প্রথমবার অলিম্পিক (Olympic Games) পদক জেতা হল ভারতের (Team India Archery)। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ২-৬ হারের পর ব্রোঞ্জ জয়ের ম্যাচে আমেরিকার মুখে পড়ে অঙ্কিতা-ধীরাজদের ভারত। কিন্তু স্নায়ুর চাপে পড়া অঙ্কিতার কিছু খারাপ শটের কারণে শেষ অবধি আমেরিকার কাছে ২-৬ হেরে ব্রোঞ্জ জেতা হল না ভারতের। আরও একটা খেলায় আফশোসের চতুর্থ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ১৪৫ কোটির দেশকে।
প্রসঙ্গত, মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ হারিয়ে প্রথমবার অলিম্পিক তিরন্দাজির সেমিফাইনালে উঠেছিল ভারত। কোয়ার্টার ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করেন ধীরাজ। তার আগে অঙ্কিতা-ধীরজরা প্রি কোয়ার্টারে হারান ইন্দোনেশিয়াকে। শেষ অবধি মিক্সড টিম ইভেন্টে ফাইনালে ৬-০ হারিয়ে সোনা জিতল দক্ষিণ কোরিয়া। তিরন্দাজিতে অপরাজিত তকমা বজায় রাখল কোরিয়ানরা।
দেখুন ছবিতে
দেখুন খবরটি
অন্যদিকে,দলগত বিভাগে ভরাডুবির পর মিক্সড ইভেন্টের পদকের খুব কাছে পৌঁছে ভারতীয় তিরন্দাজরা আগামিকাল, শনিবার থেকে ব্যক্তিগত বিভাগে নামবেন দীপিকা কুমারীরা।